For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু নন্দীগ্রাম আন্দোলনে ডক্টরেট! ধমকে-চমকে লাভ হবে না, বিজেপিকে নিশানা

নন্দীগ্রাম আন্দোলনে ভর করে রাজ্যে পরিবর্তন এসেছিল। সেই নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা ছিলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের পর জঙ্গমহলের দায়িত্ব নিয়ে সেই তিনিই নন্দীগ্রাম বার্তায় মঞ্চ কাঁপাচ্ছেন।

Google Oneindia Bengali News

নন্দীগ্রাম আন্দোলনে ভর করে রাজ্যে পরিবর্তন এসেছিল। সেই নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা ছিলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের পর জঙ্গমহলের দায়িত্ব নিয়ে সেই তিনিই নন্দীগ্রাম বার্তায় মঞ্চ কাঁপাচ্ছেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমাদের ধমকে লাভ নেই, আমরা ওসবে স্পেশালিস্ট। ডক্টরেট করা আছে।

ধমকে-চমকে লাভ হবে না, নন্দীগ্রাম আন্দোলনে আমরা ডক্টরেট! বিজেপিকে নিশানা শুভেন্দুর

শুভেন্দুর কথায়, নন্দীগ্রাম ৪১ জন মানুষকে খুন করে কিছু করতে পারেনি তৎকালীন প্রশাসন। আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। এখন আবার সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। যাঁরা এমন পরিস্থিতি তৈরি করছেন, তাঁদের উদ্দেশ্যে বলছি, আমাদের ধমকে লাভ নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা চাই গণতান্ত্রিক পথে লড়াই করতে।

কিন্তু ধমকানা-চমকানোর রাজনীতি শুরু করলে, তার ফল ভালো হবে না। কারণ আমরা জানি কোনও রোগের কী ওষুধ। সব রোগের প্রেসক্রিপশন আছে। তাই লড়াই করুন গণতান্ত্রিক পথে। আমাদের চোখ রাঙালে, আমরাও চোখ রাঙাতে পারি। নন্দীগ্রাম আন্দোলনে আমরা বুঝিয়ে দিয়েছি, প্রয়োজনে আবার আমরা রুখে দাঁড়াব।

তিনি প্রকারান্তরে বিজেপিকে একহাত নিয়ে জানান, বাড়াবাড়ি করলে তার ফল ভুগতে হবে। বাংলার ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমতায় আসার পর উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। বাংলার উন্নয়নই আমাদের লক্ষ্য। কিন্তু এ রাজ্যে যেভাবে উসকানি চলছে, দাঙ্গা বাধানোর পরিকল্পনা হচ্ছে, তা মেনে নেবে না তাঁদের সরকার।

English summary
Subhendu Adhikari attacks BJP and says they get doctorate in Nandigram movement. Subhendu says this in Garbeta workers meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X