For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার পর এবার বিধানসভাতেও! দিলীপ ঘোষের কেন্দ্রে 'চ্যালেঞ্জার' প্রার্থী শিবসেনার

লোকসভা নির্বাচনের পর এবার দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রেও প্রার্থী দিল শিব সেনা। খড়গপুর সদর কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবসেনার দেবায়ন পতি।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের পর এবার দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রেও প্রার্থী দিল শিবসেনা। খড়গপুর সদর কেন্দ্র থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবসেনার দেবায়ন পতি। ৩৪ বছর বয়স্ক এই ব্যক্তি পেশায় ব্যবসায়ী বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রাজ্য শিবসেনার অভিযোগ বিজেপি মেকি হিন্দুত্বের রাজনীতি করছে।

বঙ্গে শিবসেনার উপস্থিতি জানান

বঙ্গে শিবসেনার উপস্থিতি জানান

এবারের বিধানসভা উপনির্বাচনে নিজেদের উপস্থিতি জানান দিল শিবসেনা। যে তিনটি আসনে ২৫ নভেম্বর উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে খড়গপুর সদর আসনেই প্রার্থী দিয়েছে শিবসেনা। মহারাষ্ট্রে সরকার গঠনে যে দলটির কথা কেউ অস্বীকার করতে পারে না, সেই দল শিবসেনা এবার প্রথম বিধানসভা ভিত্তিক নির্বাচনে প্রার্থী দিল।

সংগঠন আছে প্রায় সব জেলাতেই

সংগঠন আছে প্রায় সব জেলাতেই

বিজেপি দাবি পশ্চিমবঙ্গে শিবসেনার উপস্থিতি কেবল খাতায় কলমে। যদিও শিবসেনার দাবি মঙ্গলবার পর্যন্ত রাজ্যে তাদের সদস্য সংখ্যা ৪২,৩৩২ জন। রাজ্যের জেলারগুলির মধ্যে ঝাড়গ্রাম বাদদিলে সবকটি জেলাতেই তাদের ইউনিটে রয়েছে বলে দাবি করা হয়েছে শিবসেনার তরফে।

'পুরসভা ও ২০২১-এর বিধানসভা নির্বাচনের দেওয়া হবে প্রার্থী'

'পুরসভা ও ২০২১-এর বিধানসভা নির্বাচনের দেওয়া হবে প্রার্থী'

প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্য শিবসেনার মুখপত্র অশোক সরকার জানিয়েছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে ১৭ টি আসনে প্রার্থী দিয়েছিল শিবসেনা। আর এবারই প্রথম বিধানসভা ভিত্তিক নির্বাচনে লড়াই করা। এরপর পুরসভা নির্বাচন এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনেই শিবসেনা রাজ্যে প্রার্থী দেবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপির লড়াই 'মেকি হিন্দুত্বে'র

বিজেপির লড়াই 'মেকি হিন্দুত্বে'র

বাম ও কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির লড়াই মেকি হিন্দুত্বে, অভিযোগ করেছেন শিবসেনার মুখপত্র অশোক সরকারের। আগামীদিনের আন্দোলন নিয়ে তিনি বলেন, যাতে কোন হিন্দু গৃহহীন না হয়, তার জন্যই বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা। যদিও বিজেপি মনে করে গুরুত্বহীন এ লড়াই। কেননা রাজ্যে এক শতাংশও ভোট নেই শিবসেনার।

English summary
Shiv Sena gives its candidate in Kharagpur Sadar against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X