For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছাড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, গোয়া বিধানসভা নির্বাচনের মুখে চওড়া হচ্ছে ফাটল

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের উৎপল পার্রিকর বিজেপি ছাড়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দল ছাড়লেন।

  • |
Google Oneindia Bengali News

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের উৎপল পার্রিকর বিজেপি ছাড়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দল ছাড়লেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লক্ষ্মীকান্ত পার্সেকর বিজেপি থেকে পদত্যাগ করেন। ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন গোয়ায়, তার আগে বিজেপিতে ফাটল ক্রমেই চওড়া হচ্ছে।

বিজেপি ছাড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভোটের মুখে চওড়া ফাটল

গোয়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। তারপরই তিনি জানিয়ে দিলেন রাজ্যের শাসক দল থেকে তিনি পদত্যাগ করবেন। ৬৫ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকর বলেলেনস তিনি আর বিজেপিতে থাকতে চান না। তিনি এদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপি থেকে পদত্যাগ করবেন।

পার্সেকার বর্তমানে আসন্ন গোয়া নির্বাচনে বিজেপির ইস্তেহার কমিটির প্রধান ছিলেন। দলের মূল কমিটির সদস্যও তিনি। বিজেপি বর্তমান বিধায়ক দয়ানন্দ সোপ্তেকে মান্দ্রেম বিধানসভা কেন্দ্র থেকে মনোনীত করেছে আসন্ন বিধানসভা নির্বাচনে। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পার্সেকর। তিনি ২০০২ থেকে ২০১৭ সালে পর্যন্ত বিধানসভার প্রতিনিধিত্ব করেছেন। মাদে তিনি ২০১৪ থেকে ২০১৭ মুখ্যমন্ত্রীও ছিলেন।

গোয়ার মান্দ্রেম বিধানসভা কেন্দ্রে ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী দয়ানন্দ সোপ্তের কাছে পরাজিত হন বিজেপির লক্ষ্মীকান্ত পার্সেকর। কিন্তু ২০১৯ সালে সোপ্টে ন'জন নেতাকে নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার তিনি এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়তে চলেছেন। ফলে পার্সেকর এই কেন্দ্র থেকে এবার আর টিকিট পাচ্ছেন না।

প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকার বলেন, আমি বিজেপি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার পরবর্তীতে কী করা উচিত তা পরে জানাব। তাঁর কথায়, সোপ্তে মান্দ্রেমের বিজেপিকর্মীদের অবহেলা করছেন তার ফলে বিজেপিকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার পরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

গোয়া বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি ৩৪ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে ইতিমধ্যেই। রাজ্যে মোট ৪০টি আসন রয়েছে বিধানসভার। সেই ভোটের আগে বিজেপি ছাড়লেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকর। তিনি বলেন, "আমি কয়েক বছর ধরে বিজেপির সদস্য ছিলাম। কিন্তু দল আমাকে এখন মানতে পারছে না। তাই আমি নিজেকে দল থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।

English summary
Ex CM Laxmikant Parsekar to quit BJP before Goa Assembly Election 2022 who was succeeded Manohar Parrikar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X