For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎ যুবকের সামনে মুর্তিমান দাঁতাল! বর্ষবরণের রাতে জঙ্গলমহলে ঘটল নির্মম ঘটনা

দল বেঁধে ঢুকে পড়েছিল দাঁতাল হাতি। ২০-২৫টি হাতি দল বেঁধে ঢুকে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছিলেন বন দফতরের কর্মীরা। তাঁরা যখন হাতির দলকে তাড়াতে ব্যস্ত, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

দল বেঁধে ঢুকে পড়েছিল দাঁতাল হাতি। ২০-২৫টি হাতি দল বেঁধে ঢুকে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছিলেন বন দফতরের কর্মীরা। তাঁরা যখন হাতির দলকে তাড়াতে ব্যস্ত, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এক ব্যক্তি সামনে পড়ে গেল দাঁতালের। হাতির হানায় মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর এই ঘটনা পশ্চিমমেদিনীপুরের শালবনিতে।

হঠাৎ যুবকের সামনে মুর্তিমান দাঁতাল! বর্ষবরণের রাতে জঙ্গলমহলে ঘটল নির্মম ঘটনা

শালবনির গোয়ালডিহি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় হানা দিয়েছিল একদল হাতি। বন দফতরের কর্মীরা সেই হাতির দলকে তাড়াতে দল বেঁধে নামে। তাঁদের সঙ্গেই ছিলেন স্থানীয় এক ব্যক্তি উত্তম সিং। তিনি একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান। হাতের তাড়া খেয়ে পড়ে যাওয়ার পর হাতির হানায় তিনি জখম হন।

তাঁকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হল তাঁর। তাঁর বাড়ি শালবনি থানার জারাতে। উত্তম হুলা পার্টির সদস্য ছিলেন। ডিএফও অবশ্য এই দাবি উৎখাত করে জানান, তিনি হুলা পার্টির সদস্য ছিলেন না। অতি উৎসাহে হাতি দেখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

এর আগে জঙ্গলমহলে একাধিকবার হাতির হানা ঘটেছে। ২০১৮ সালে বহু মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বন আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

English summary
Elephants kills the young man at Shalboni of West Midnapur. When forest workers chase elephants, the youth falls in front of an elephant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X