For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ভোটে জিতলে অসমাপ্ত কাজ শেষ করবেন, ভোটের প্রচারে প্রতিশ্রুতি দেবের

এবার লোকসভা ভোটে তিনি জিতলে মানুষ নতুন এক দেবকে দেখবে। ইচ্ছে থাকলেও তিনি অনেক ‌কাজ করতে পারেননি। এবার সেই কাজগুলি পূরণ করবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

এবার লোকসভা ভোটে তিনি জিতলে মানুষ নতুন এক দেবকে দেখবে। কারণ সাংসদ হওয়ার পর গত ৫ বছর তাঁকে অনেক কিছু শিখতে হয়েছে। ইচ্ছে থাকলেও তিনি অনেক ‌কাজ করতে পারেননি। এবার সেই কাজগুলি পূরণ করবেন তিনি। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার‌ে একথা বলেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব।

এবার ভোটে জিতলে অসমাপ্ত কাজ শেষ করবেন, ভোটের প্রচারে প্রতিশ্রুতি দেবের

সকালে নিজের গ্রামের বাড়িতে গিয়ে সকলের আশীর্বাদ নেন। মন্দিরে পুজো দেন। তারপর শুরু করেন প্রচার। সেখানে তিনি বলেন, সাংসদ হিসাবে অনেক কাজ করেছেন। এবার আরও কাজ করবেন।

কেশপুরে সভা করার আগেই তিনি যান মহিষদা গ্রাম। যেখানে তাঁর নিজের পৈতৃক বাড়ি। যেখানে ছেলে বেলা কেটেছে দেবের। কেশপুরের এই গ্রামে তিনি রাজু। ঘরের ছেলে। তাই মহিষদা গ্রামে‌ ঘরের ছেলেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন হয়।

২০১৪ সালের নির্বাচনে দেব জিতলেও লিড পাননি নিজের গ্রামে। তবে এবার তিনি আশাবাদী যে নিজের গ্রামেও লিড পাবেন তিনি।

তাঁর গ্রামের লোকজন চান এবারও জিতুক তাঁদের রাজু। তবে দেবকে নিয়ে গর্ব থাকলেও কিছু অভিমানও রয়েছে গ্রামবাসীদের। 'সাংসদ ‌হয়ে অনেক কাজ করলেও নিজের গ্রামের জন্য কিছু করেননি দেব। আমরা চাই এবার জিতে গ্রামের জন্য কিছু করুক সে', বললেন গ্রামেরই বাসিন্দা পেশায় শিক্ষক রঞ্জন প্রামাণিক।

এদিন দেব জানিয়েছেন এবার জেতার পর তাঁকে মানুষ নতুন করে পাবেন ও তিনি আরও বেশি কাজ করবেন।

[আরও পড়ুন: মহিষদায় নিজের গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু দেবের! ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত পরিবার ][আরও পড়ুন: মহিষদায় নিজের গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু দেবের! ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত পরিবার ]

তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির ভারতী ঘোষ। যিনি এই জেলার পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন। দলের নেতারা নানা কথা বলে আক্রমণ করলেও ভারতী ঘোষের ‌প্রতি নিজের সৌজন্য বজায় রেখেছেন দেব। এদিনও ভারতী ঘোষকে দিদি বলে সম্মান প্রদর্শন করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লড়াই করবেন রাজনৈতিকভাবে ও সৌজন্য বজায় রেখে।

[আরও পড়ুন:শিয়রে নির্বাচন, পুলিশের কড়া নজর বিধাননগরের গেস্ট হাউসগুলিতে][আরও পড়ুন:শিয়রে নির্বাচন, পুলিশের কড়া নজর বিধাননগরের গেস্ট হাউসগুলিতে]

দেব এলাকায় আসেন না এবং এলাকার জন্য কিছু করেননি বলে ভারতী ঘোষ অভিযোগ করলেও দেব জানিয়েছেন তিনি নিয়মিত এখানে ‌এসেছেন এবং ঘাটাল কেন্দ্রের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। ফলে মানুষ ফের ‌তৃণমূলকেই ভোট দেবে বলে আশাবাদী দেব।

English summary
Dev campaigns in his Lok Sabha constituencies in Ghatal, West Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X