For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়রে নির্বাচন, পুলিশের কড়া নজর বিধাননগরের গেস্ট হাউসগুলিতে

লোকসভা নির্বাচনের আগে পুলিশের কড়া নজরে রয়েছে বিধাননগরের গেস্টহাউসগুলি।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে পুলিশের কড়া নজরে রয়েছে বিধাননগরের গেস্টহাউসগুলি। এদিন বিধাননগর পূর্ব থানার তরফে থানা এলাকার গেস্ট হাউস গুলিতে হানা দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অতীতের নির্বাচনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেগুলি বেশিরভাগই বহিরাগতদের প্রভাবে ঘটেছে।

শিয়রে নির্বাচন, পুলিশের কড়া নজর বিধাননগরের গেস্ট হাউসগুলিতে

সেই সন্দেহ থেকেই ভোটের প্রায় এক মাস আগে থেকেই গেস্টহাউসগুলির উপর নজরদারি বাড়াতে তৎপর বিধাননগর পুলিশ কমিশনারেট। এদিন থানার তরফে এলাকার প্রায় ১০টির বেশি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে গেস্টদের তথ্য সংগ্রহ করা হয়।

[আরও পড়ুন: বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়ে বিতর্ক! মমতার অভিযোগে মান্যতা, নিয়োগ নতুন আধিকারিক][আরও পড়ুন: বিশেষ কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক নিয়ে বিতর্ক! মমতার অভিযোগে মান্যতা, নিয়োগ নতুন আধিকারিক]

এছাড়াও ভিনরাজ্যের কোনও অতিথি রয়েছে কিনা সেটার ওপরও নজর দেওয়া হয়েছে। গেস্টহাউস সূত্রে খবর, প্রতিটি গেস্টহাউসের সিসিটিভি ক্যামেরা ঠিক কাজ করছে কিনা, বিধাননগর পুলিশের সি-ফর্ম অ্যাপ্লিকেশন ঠিক মতো ব্যবহার করা হচ্ছে কিনা এবং কোন কোন রাস্তা দিয়ে গেস্ট হাউস থেকে প্রবেশ বাহির হওয়া যায় তা খতিয়ে করা হয়। আগামী ১৯ মে নির্বাচনের আগে যাতে কোনও বহিরাগত নির্বাচনে বিঘ্ন ঘটানোর উদ্দেশে এলাকায় জমায়েত না হতে পারে সেজন্য বিধাননগর পুলিশ সতর্কতা অবলম্বন করেছে।

[আরও পড়ুন: 'ভোট চুরি করা নিয়ে বই লিখেছেন মমতা', তৃণমূল সুপ্রিমোকে নিয়ে বিস্ফোরক মুকুল ][আরও পড়ুন: 'ভোট চুরি করা নিয়ে বই লিখেছেন মমতা', তৃণমূল সুপ্রিমোকে নিয়ে বিস্ফোরক মুকুল ]

English summary
Bidhan Nagar police searched guest house of the area ahead of Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X