For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে প্রতীকী অবস্থানে দিলীপ ঘোষ, তৃণমূল সরকারের বিরুদ্ধে ছুঁড়লেন প্রশ্নবাণ

বাড়িতে প্রতীকী অবস্থানে দিলীপ ঘোষ, তৃণমূল সরকারের বিরুদ্ধে ছুঁড়লেন প্রশ্নবাণ

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করে মৌন প্রতিবাদ বিজেপির। এদিন বিজেপি নেতারা বাড়িতে বাড়িতে এই মৌন প্রতিবাদ করেন। সল্টলেকে প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁর পাশে ছিলেন সায়ন্তন বসু। এই প্রতিবাদ স্থল থেকেই সরকারের উদ্দেশে প্রশ্নবাণ ছুড়ে দেন দিলীপ ঘোষ।

রাজ্যে করোনায় মৃতদের নিয়ে প্রশ্ন

রাজ্যে করোনায় মৃতদের নিয়ে প্রশ্ন

মুখ্যসচিব জানিয়েছেন, ৫৭ টি মৃত্যুর ঘটনা অডিট কমিটির সামনে রাখা হয়েছিল। তার মধ্যে ১৮ জন কোভিডে মারা গিয়েছেন। তাঁদের সেভাবে দাহ করা হয়েছে। বাকিদের মধ্যে কি কোভিড পাওয়া গিয়েছিল। তাঁরা কোভিডে মারা গিয়ে থাকলে রেকর্ডে আছে কি। তাঁদের পরিজনকে কি বলা হয়েছে। তাঁদের শেষকৃত্য কোথায় হয়েছে। সেব্যাপারে সরকারের বিবৃতি দাবি করেছেন দিলীপ ঘোষ।

ভয়ের পরিবেশ কাটিয়ে তুলতে কী ব্যবস্থা

ভয়ের পরিবেশ কাটিয়ে তুলতে কী ব্যবস্থা

দিলীপ ঘোষ বলেন করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে সাংবাদিক ও চিকিৎসকের মৃত্যু হয়েছে। ভয়ের পরিবেশ কাটাতে সরকার কী ব্যবস্তা গ্রহণ করেছে, প্রশ্ন করেছেন তিনি।

হজ হাউস থেকে মুক্তি নিয়ে প্রশ্ন

হজ হাউস থেকে মুক্তি নিয়ে প্রশ্ন

দিলীপ ঘোষ বলেন গতকাল হজ হাউস থেকে নিজামুদ্দিন ফেরত ১০৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। যাঁদেরকে মুক্ত করা হয়েছে, তাঁদের সবার টেস্ট করা হয়েছে কি। কীসের ভিত্তিতে তাঁদের ছাড়া হল, তাঁদের বাড়িই বা কোথায় প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

রেশন নিয়ে প্রশ্ন

রেশন নিয়ে প্রশ্ন

কেন্দ্রের পাঠানো রেশন এখনও কোনও গ্রাহকের কাছে পৌঁছয়নি। কারণ কী প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। যে চাল আসছে তার একচা বড় অংশ সরিয়ে ফেলার জন্য মিটিংও হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের থেকে বিবৃতি দাবি করেছেন দিলীপ ঘোষ।

পিপিই ও কিট নিয়ে প্রশ্ন

পিপিই ও কিট নিয়ে প্রশ্ন

মুখ্যসচিব এক রকম তথ্য দিচ্ছেন, ওয়েবসাইটে একরকম তথ্য, কেন এরকম হবে। এখানে কি লুট হচ্ছে। তৃণমূলের এক সাংসদ এর পিছনে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে পিপিই কারা সরবরাহ করছে, তাদের সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক, প্রশ্ন করেছেন তিনি।

সবার শীর্ষে কলকাতা! লকডাউনে মমতার প্রচার-পরিকল্পনায় ব্যাকফুটে দিলীপরাসবার শীর্ষে কলকাতা! লকডাউনে মমতার প্রচার-পরিকল্পনায় ব্যাকফুটে দিলীপরা

English summary
BJP leader makes several questions to the TMC Govt on Coronavirus issue. He made symbolic protest from his home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X