For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবার শীর্ষে কলকাতা! লকডাউনে মমতার প্রচার-পরিকল্পনায় ব্যাকফুটে দিলীপরা

কলকাতায় নাকি পালন হচ্ছে লকডাউন। তা খতিয়ে দেখতে কেন্দ্রের দল এসেছে। তারা আবার চিঠির পর চিঠি পাঠাচ্ছে রাজ্যের মুখ্যসচিবকে।

Google Oneindia Bengali News

কলকাতায় নাকি পালন হচ্ছে লকডাউন। তা খতিয়ে দেখতে কেন্দ্রের দল এসেছে। তারা আবার চিঠির পর চিঠি পাঠাচ্ছে রাজ্যের মুখ্যসচিবকে। এর আগে রাজ্য সরকারকেও এই মর্মে চিঠি লিখেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু এক সর্বভারতীয় সমীক্ষা রিপোর্ট কিন্তু আলাদা কথা বলছে। তাঁদের সমীক্ষায় উঠে এসেছে ভিন্ন চিত্র।

সবার শীর্ষে রয়েছে কলকাতা

সবার শীর্ষে রয়েছে কলকাতা

স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়ে জানিয়েছিলেন রাজাবাজার, মেটিয়াব্রুজ, খিদিরপুর এলাকায় ঠিকঠাক লকডাউন পালন হচ্ছে না। কিন্তু সর্বভারতীয় সমীক্ষা রিপোর্ট বলছে, দেশের বড় শহরগুলির মধ্যে লকডাউ সফলে সবার শীর্ষে রয়েছে কলকাতা। সর্বভারতীয় সংস্থার এই সমীক্ষা রিপোর্ট স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে বিজেপির।

তৃণমূল বিজেপির বিরুদ্ধে পেল অস্ত্র

তৃণমূল বিজেপির বিরুদ্ধে পেল অস্ত্র

বিজেপি যে দাবি করে আসছিল, এই সমীক্ষা তা ভোঁতা করে দিয়েছে। করোনার লকডাউন সত্ত্বেও রাজ্যে যে বিষাক্ত রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে, এই সমীক্ষা রিপোর্টের পর তার নিবৃত্তি ঘটবে কি না পরের কথা। তবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ফের একটা অস্ত্র পেয়ে গেল প্রচারের।

১৬টি শহরের মধ্যে শীর্ষে কলকাতা

১৬টি শহরের মধ্যে শীর্ষে কলকাতা

সর্বভারতীয় সংস্থা টিআরএ ‘করোনা ভাইরাস কনজিউমার ইনসাইটস ২০২০' নামে একটি সমীক্ষা চালায়। এই সমীক্ষায় চালানো হয় দেশের ১৬টি বড় শহরের উপর। সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, ১৬টি শহরের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। প্রশাসনিক চেষ্টা ও মানুষের সচেতনতাকে গুরুত্ব দিয়েই এই সমীক্ষা করা হয়েছিল।

বেশ কয়েক কদম এগিয়ে কলকাতা

বেশ কয়েক কদম এগিয়ে কলকাতা

এই সমীক্ষা সংস্থা জানিয়েছে, মুম্বই, হায়দরাবাদ, আমেদাবাদ, গুয়াহাটি, কোচির মতো শহরগুলিতে এই সমীক্ষা চালানো হয়। এই লড়াইয়ে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে বাংলার রাজধানী কলকাতা। এখানে উল্লেখ্য, প্রতিদিন নিয়ম করে কলকাতায় লকডাউনের প্রয়োজনীয়তা ও সতেচনতার পাঠ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন মেনে চলার বার্তা দিচ্ছেন তিনি।

মমতার প্রচারেই কেল্লাফতে

মমতার প্রচারেই কেল্লাফতে

দিলীপ ঘোষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লকড়াউন ভাঙার অভিযোগ করতেও পিছপা হননি। তাঁদের মুখের উপর জবাব দিয়েছে এই সর্বভারতীয় সমীক্ষা। কারণ সর্বভারতীয় সমীক্ষা উল্লেখ করেছে, প্রশাসনিক চেষ্টাতেই লকডাউনে বাজিমাত করেছে কলকাতা। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য সিংহভাগ।

এবার করোনার সংক্রমণ হাজরার হাসপাতালে, আইসোলেশনে প্রসূতিএবার করোনার সংক্রমণ হাজরার হাসপাতালে, আইসোলেশনে প্রসূতি

English summary
Kolkata stands on top position in lockdown survey of all India basis organization. Again Mamata Banerjee beats BJP’s allegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X