For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত জয়ের! তৃণমূলে যোগদান কি সময়ের অপেক্ষা?

বিধানসভা ভোটে বড়সড় ধাক্কা বঙ্গ বিজেপির। মুখ থুবড়ে পড়েছেন দিলীপ-শুভেন্দুর জোট। আর এরপর থেকেই বিদ্রোহ দলের মধ্যে। প্রশ্ন উঠেছে নেতৃত্ব নিয়ে। বাংলায় কোনও নেতা নেই বলেও প্রশ্ন তুলেছেন একাধিক বঙ্গ নেতা। শুধু তাই নয়, ধর্মের না

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটে বড়সড় ধাক্কা বঙ্গ বিজেপির। মুখ থুবড়ে পড়েছেন দিলীপ-শুভেন্দুর জোট। আর এরপর থেকেই বিদ্রোহ দলের মধ্যে। প্রশ্ন উঠেছে নেতৃত্ব নিয়ে। বাংলায় কোনও নেতা নেই বলেও প্রশ্ন তুলেছেন একাধিক বঙ্গ নেতা। শুধু তাই নয়, ধর্মের নামে রাজনীতি মানুষ মেনে নেয়নি বলেও প্রশ্ন উঠতে শুরু করে।

এই অবস্থায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে বঙ্গ বিজেপিকে। এখানেই শেষ নয়, ভোটের পর এই মুহূর্তে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ দলে ভাঙন ঠেকানো। একের পর এক বিজেপি বিধায়ক এখন তৃণমূলমুখী।

আর এই অবস্থায় ফের একবার অস্বস্তি বাড়ালেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

বিজেপি ছাড়ছেন জয়!

বিজেপি ছাড়ছেন জয়!

বিধানসভা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়তেই বিদ্রোহের সুর চড়িয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভবানীপুর সহ ছয় কেন্দ্রের উপ নির্বাচনেও হারতে হয় বিজেপিকে। এমনকি সদ্য শেষ হওয়া চার কেন্দ্রের উপনির্বাচনেও একেবারে জামান্ত জব্দ পর্যন্ত হয় বিজেপি নেতাদের। রাজ্যের প্রধান বিরোধী শক্তি হওয়ার পরেই প্রার্থীদের এই হালের পরেই প্রশ্ন তুলেছেন জয়। এবার সরাসরি দল ছাড়ার সিদ্ধান্ত। একেবারে মোদীকে সরাসরি চিঠি লিখে দল ছাড়ার সিদ্ধান্ত অভিমানী বিজেপি নেতার। জয় জানিয়েছেন, খুব শিগগিরই বিজেপি ছাড়বেন। আর এই সিদ্ধান্তের কথাই মোদীকে জানালেন বলে জানিয়ছেন তিনি।

বিজেপি বাঙালি হল না

বিজেপি বাঙালি হল না

ভবানীপুরে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করা নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এরাজ্যে বিজেপিকে আগে বাঙালি হয়ে উঠতে হবে। বাংলায় মানুষের মন জয় করতে গেলে বাঙালি প্রার্থী দিতে হবে। বিধানসভা ভোটের মতোই ভুল বিজেপি উপনির্বাচনেও করছে বলে মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয় পাবেন। আর হয়েছিলও তাই।

বিস্ফোরক জয়

বিস্ফোরক জয়

দিন কয়েক আগে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে অভিনেতা রাহুল চক্রবর্তী দাবি করেছিলেন তাঁকে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা চেয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেই অভিযোগ জয়প্রকাশ মজুমদার অস্বীকার করলেও জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, যা রটে, তার কিছু তো বটে। জয়প্রকাশ মজুমদারকে নিশানা করে তিনি বলেছেনস কিছুদিন আগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদারের উদ্দেশে জয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস থেকে আসা এই ব্যক্তির উচিত রাহুল চক্রবর্তীর মন্তব্যকে চ্যালেঞ্জ জানানো। না হলে দলের ভাবমূর্তি খারাপ হবে আর তৃণমূলের সঙ্গে প্রতিযোগিতাও জমবে না বলে মন্তব্য করেছেন জয়।

Recommended Video

রাজ্যের বিজেপি নেতা জয় ব্যানাজীর বিজেপি দল ছাড়া নিয়ে রাহুল সিনহার বক্তব্য |Oneindia Bengali
তৃণমূলে যোগ জয়ের!

তৃণমূলে যোগ জয়ের!

খুব শীঘ্রই বিজেপি ছাড়ছেন জয়। শোনা যাচ্ছে, তৃণমূলে তাঁর যোগদান সময়ের অপেক্ষা। জয়ের স্ত্রী তৃণমূল কাউন্সিলার ছিলেন। জনসংযোগ ভালোই জানেন। এবার কি স্ত্রীয়ের হাত ধরেই তৃণমূলে যোগদান জয়ের শুধু সময়ের অপেক্ষা? জোর জল্পনা।

English summary
BJP leader Joy Banerjee writes letter to Modi, wants to leave BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X