For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যতিক্রমী অবস্থান অনুব্রত মণ্ডলের! দিদির মতের বিরোধী হয়েও পরে দিলেন সাফাই

সাধারণভাবে দিদির অনুগত সৈনিক অনুব্রত মণ্ডল। দিদির কোনও কথাতেই বিরোধিতা নেই। সেই জন্য দিদি বলেন, মাথায় অক্সিজেন কম যায়। এহেন পরিস্থিতিতেও দিদির অবস্থানের বিরোধিতা করলেন অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

সাধারণভাবে দিদির অনুগত সৈনিক অনুব্রত মণ্ডল। দিদির কোনও কথাতেই বিরোধিতা নেই তাঁর। সেই জন্য দিদি বলেন, মাথায় অক্সিজেন কম যায়। এহেন পরিস্থিতিতেও দিদির অবস্থানের বিরোধিতা করলেন অনুব্রত মণ্ডল। হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে তাঁর কাছে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল বলেন, খুব ভাল শাস্তি হয়েছে। যদিও পরে নিজের বক্তব্য থেকে সরেও আসেন তিনি।

এনকাউন্টারের সমর্থনে অনুব্রত

এনকাউন্টারের সমর্থনে অনুব্রত

বীরভূমের সাঁইথিয়ায় কর্মী সভায় গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই সাংবাদিকরা তাঁকে হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেন। সঙ্গে সঙ্গে অনুব্রত বলেন, খুব ভাল শাস্তি হয়েছে। উপযুক্ত শাস্তি হয়েছে।

দিদির অবস্থান জানার পরেই অস্বস্তিতে

দিদির অবস্থান জানার পরেই অস্বস্তিতে

সেই সময় সাংবাদিকরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের বিরোধিতা করেছেন। এই সময় নিজের আগেকার অবস্থান থেকে সরে আসেন অনুব্রত। তিনি বলেন, হায়দরাবাদ হল অল ইন্ডিয়ার মধ্যে। অল ইন্ডিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই মন্তব্য করেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোাপাধ্যায় বলেছিলেন, দ্রুত চার্জশিট পেশ করে অভিযুক্তদের বিচার হওয়া প্রয়োজন। আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। আদালতের মাধ্যমেই সাজা হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।

ব্যক্তিগত মত

ব্যক্তিগত মত

সাফাই দিয়ে অনুব্রত মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যক্তিগত মত বলেছেন, আর তিনি তাঁর ব্যক্তিগত মত বলেছেন।

অনুব্রতকে কটাক্ষ বিজেপির

অনুব্রতকে কটাক্ষ বিজেপির

তবে অনুব্রত মণ্ডলের এনকাউন্টার সমর্থনের বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে চটজলদি বিচারেই বিশ্বাস করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেইজন্য তাঁকে বলতে শোনা যায়, গাঁজার কেসে ঢুকিয়ে দে।

মহারাষ্ট্রে সেই রাতে সরকার গঠন নিয়ে ফড়নবীশকে কে ফোন করেছিলেন! 'পাওয়ার' শিবির নিয়ে সরব দেবেন্দ্রমহারাষ্ট্রে সেই রাতে সরকার গঠন নিয়ে ফড়নবীশকে কে ফোন করেছিলেন! 'পাওয়ার' শিবির নিয়ে সরব দেবেন্দ্র

English summary
Although Mamata Banerjee opposed encounter, Anubrata Mondal has supported this. After knowing Mamata Banerjee's position he moved out from his position.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X