For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হড়পা বিপর্যয়ের পর প্রথম মালবাজার সফরে মমতা! ড্র্যামেজ কন্ট্রোল বলছেন বিরোধীরা

হড়পা বিপর্যয়ের পর প্রথম মালবাজার সফরে মমতা! ড্র্যামেজ কন্ট্রোল বলছেন বিরোধীরা

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই বিসর্জনে মালবাজার ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর এই ঘটনাকে নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় রাজ্য প্রশাসনকে। এমনকি এই ঘটনার পরে কার্নিভাল করা নিয়েও প্রশ্ন তৈরি হয়। আর এর মধ্যেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধানের উত্তরবঙ্গ সফরের দিকে নজর সবার। কারণ জানা যাচ্ছে, হড়পায় নিহতদের পরিবারের সঙ্গে উত্তরবঙ্গে গিয়ে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি সেখানে গিয়ে বড় কিছু ঘোষণা ক্ষতিগ্রস্থদের জন্যেও ঘোষণা করতে পারেন তিনি। অন্যদিকে আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

উত্তরবঙ্গে উড়ে যাবেন মমতা

উত্তরবঙ্গে উড়ে যাবেন মমতা

জানা যাচ্ছে, তিনদিনের সফরে উত্তরবঙ্গে উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী ১৭ অক্টোবর জলপাইগুড়ির মালবাজারে পৌঁছবেন তিনি। সেখানে পৌঁছেই হড়পা বাণে ক্ষতিগ্রস্থ এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রশাসনিক প্রধান। এরপর ১৮ অক্টোবর প্রশাসনিক বৈঠকে মালবাজারে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে দুর্ঘটনার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে কৈফিয়ত নিতে পারেন বলেই খবর। এরপর সেখান থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে অর্থাৎ ১৯ তারিখ একটি বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন তিনি। এরপর ২০ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে প্রশাসনের ত্যরফে যদিও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

গোষ্ঠী কোন্দল ঠেকানো রীতিমত চ্যালেঞ্জের

গোষ্ঠী কোন্দল ঠেকানো রীতিমত চ্যালেঞ্জের

অন্যদিকে সফরের মধ্যেই দলের নেতৃত্বের সঙ্গেও আলোচনাতে বসতে পারেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে একাধিক বার্তা দিয়ে এসেছিলেন তিনি। এমনকি গোষ্ঠী কন্দল নিয়েও বার্তা দিয়েছিলেন। কিন্ত্য এরপরেও বারবার উত্তরের গোষ্ঠী কোন্দল ঠেকানো রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় ফের একবার উত্তরবঙ্গে পা রাখছেন মুখ্যমন্ত্রী। ফলে গোষ্ঠী কোন্দল ঠেকাতে কি বার্তা তিনি দেন সেদিকেও নজর সবার।

উত্তরের মাটি কার্যত বিজেপির শক্তঘাঁটি।

উত্তরের মাটি কার্যত বিজেপির শক্তঘাঁটি।

বলে রাখা প্রয়োজন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। উত্তরের মাটি কার্যত বিজেপির শক্তঘাঁটি। গত লোকসভা এবং বিধান সভাতেও ভালো ফল করেছে। মাল বাজারের ঘটনাকে সামনে রেখে ফের একবার বঙ্গ ভঙ্গের কথা বলছে বিজেপি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় মালবাজারে এবং শিলিগুড়ি রেখে যে বার্তা দিতে চাইছেন তা কার্যত স্পষ্ট। তবে মুখ্যমন্ত্রীর মালবাজার সফরকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। তাঁদের দাবি, উনি আসছেন ড্যামেজ কন্ট্রোল করতে।

weather update: কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসweather update: কলকাতা-সহ দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

English summary
Mamata Banerjee is going to Malbazar after flash flood happened there
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X