For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইনালে অমিত, শিবা, আত্মবিশ্বাসী মেরি কমও

Google Oneindia Bengali News

চার ভারতীয় মহিলা বক্সারের পর এবার দুবাইয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন অমিত পঙ্ঘল ও শিবা থাপা। গতবারের চ্যাম্পিয়ন অমিত ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে হারালেন কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে।

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ফাইনালে অমিত

কাজাখ প্রতিপক্ষের বিরুদ্ধে আগেও জয় পেয়েছিলেন বিশ্বের এক নম্বর হরিয়ানার বক্সার অমিত। এদিন ফের তিনি রীতিমতো দাপট দেখিয়ে বাউট জিতলেন ৫-০ ব্যবধানে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন সাকেন। সেবার অমিত সাকেনকে হারিয়েছিলেন সেমিফাইনালে। অমিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ওই ফাইনাল বাউটে হেরে রুপো জেতেন। এবারের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে শীর্ষবাছাই হিসেবেই রিংয়ে নেমেছেন অমিত। টোকিও অলিম্পিক্সের আগে এই ফর্ম তাঁকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী রাখবে। অমিতের কাউন্টার অ্যাটাকের কাছে রীতিমতো এদিন অসহায় দেখিয়েছে কাজাখ সাকেনকে। তৃতীয় বাছাই সাকেন শুরুতেই আগ্রাসী ছিলেন। তবে দুরন্ত ফর্মে থাকা অমিতকে মোটেই বেকায়দায় ফেলতে পারেননি।

অমিতের পরই শিবা থাপাও পৌঁছে গিয়েছেন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গতবারের চ্যাম্পিয়ন তথা শীর্ষবাছাই তাজিকিস্তানের বাখোদুর উসমনোভকে শিবা হারিয়েছেন ৪-০ ব্যবধানে।

তবে স্প্লিট ডিসিশনে উজবেক প্রতিপক্ষ তথা শীর্ষবাছাইয়ের কাছে হেরে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হলো অমিতের সঙ্গে টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করা বিকাশ কৃষ্ণনকে। ১৫টি পদক নিশ্চিত করে এবারের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সর্বকালের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন ভারতীয় বক্সাররা। বৃহস্পতিবার রাতেই চার ভারতীয় মহিলা বক্সার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে গেলেন। এমসি মেরি কম (৫১ কেজি), লালবুয়াতসাইহি (৬৪ কেজি), পূজা রানি (৭৫ কেজি) ও অনুপমা (+৮১ কেজি) বিভাগের ফাইনালে উঠেছেন। পূজা ওয়াকওভার পান। সাক্ষী চৌধুরী রেগুলেশন বাউটে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলেও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান শীর্ষবাছাই কাজাখস্তানের দিনা ঝোলামন। সেই রিভিউ সফল হওয়ায় ফাইনালে উঠতে পারেননি সাক্ষী।

অলিম্পিক্সের আগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার খেতাব জিততে মুখিয়ে। মঙ্গোলিয়ার লুৎসাইখান আলতানসেসেগের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে স্প্লিট ডিসিশনে মেরিকে জিততে হলো বেশ কড়া চ্যালেঞ্জ মোকাবিলা করেই। মেরি জানান, অতিমারি পরিস্থিতিতে দিল্লিতে জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ বাতিল হওয়ায় ম্যাচ প্রস্তুতিতে কিছুটা খামতি ছিল। কারণ, মেরির কোচ-সহ কয়েকজন বক্সার করোনা আক্রান্ত হয়ে যান। এতে শিবিরও বিঘ্নিত হয়। এক সপ্তাহের প্রস্তুতি নিয়েই এশিয়ান মিটে নামতে হয়েছে বক্সারদের। মেরি বলেন, বিদেশে অনেক টুর্নামেন্ট হয়নি। দুই মাস আগে স্পেনে বক্সাম টুর্নামেন্ট খেলে ফিরে দেশেই অনুশীলন করছিলাম। অলিম্পিক্সের আগে তাই এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলার সিদ্ধান্ত নিই। একেবারেই বাড়তি আত্মবিশ্বাসকে প্রশ্রয় না দিয়ে কাজাখ প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইনাল বাউটের দিকে তাকিয়ে মেরি।

English summary
Shiva Thapa And Amit Panghal Storm Into Final Of Asian Boxing Championship. Four Indian Women Boxers Including MC Mary Kom Had Also Advanced To The Finals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X