For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে লন বোলে রুপো ভারতের, বক্সার জেসমিন ও কুস্তিগীর পূজা জিতলেন ব্রোঞ্জ

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসের নবম দিনেও ভারতের ঝুলিতে এসেছে বেশ কয়েকটি পদক। মহিলাদের ফোরস টিম লন বোলে ঐতিহাসিক সোনা জিতেছিল। পুরুষদের ফোরস টিম আজ জিতল রুপো। বক্সার জেসমিন লাম্বোরিয়া ইতিমধ্যেই ব্রোঞ্জ জিতেছেন। বক্সার নিখাত জারিন ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। আজ কুস্তিতেও কয়েকটি পদক আসতে চলেছে। একনজরে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে আজ ভারতের পারফরম্যান্স।

লন বোলে রুপো

লন বোলে রুপো

লন বোলে ভারতের পুরুষদের ফোরস টিম ফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৫-১৮ ব্যবধানে পরাস্ত হয়। ভিক্টোরিয়া পার্কে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। সুনীল বাহাদুর, নবনীত সিং, চন্দন কুমার সিং ও দীনেশ কুমার ভারতের হয়ে ফাইনাল খেলেন। তাঁরা অবশ্য শুরু থেকেই প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিলেন। তা সত্ত্বেও এটি ঐতিহাসিক রুপো জয়।

জেসমিনের ব্রোঞ্জ, আরও পদক নিশ্চিত

জেসমিনের ব্রোঞ্জ, আরও পদক নিশ্চিত

মহিলাদের ৬০ কেজি বিভাগের লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছেন জেসমিন। ফাইনালে তিনি হেরে যান জেমা পাইজের কাছে। ইংল্যান্ডের বক্সার এই বাউট জেতেন স্প্লিট ডিসিশনে। খেলার ফল ৩-২। জেসমিনের এই পদকটি ভারতের এবারের কমনওয়েলথ গেমসে ৩০তম পদক। ইতিমধ্যেই অমিত পঙ্ঘল, মহম্মদ হুসামুদ্দিন, রোহিত টোকাস, সাগর আহলাওয়াত, নীতু ঘাঙ্ঘাস ও নিখাত জারিন পদক নিশ্চিত করেছেন। আজ নিখাত জারিন ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ডিভিশনের ফাইনালে উঠেছেন। তিনি হারিয়ে দেন ইংল্যান্ডের সাবান্না স্টাবলেকে। সর্বসম্মত সিদ্ধান্ত বা ৫-০ ব্যবধানে তিনি জয়লাভ করেন।

টিটিতে ভরসা শরথ, মনিকার বিদায়

টিটিতে ভরসা শরথ, মনিকার বিদায়

টেবিল টেনিসে দুটি পদক নিশ্চিত করেছেন অচন্ত শরথ কমল। মিক্সড ডাবলস ও ডাবলসের ফাইনালে উঠে। জি সাথিয়ানকে নিয়ে অভিজ্ঞ শরথ কমল অস্ট্রেলিয়ার নিকোলাস লাম ও ফিন লু জুটিকে রুদ্ধশ্বাস সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। খেলার ফল ১১-৯, ১১-৮, ৯-১১, ১২-১৪, ১১-৭। এরপর সৃজা আকুলাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালেও উঠেছেন শরথ কমল। মালয়েশিয়ার কারেন লিন ও চুং জায়েন জুটিকে তাঁরা হারান। মনিকা বাত্রা এবারের কমনওয়েলথ গেমসে চূড়ান্ত ব্যর্থ। আজ এবারের গেমসে তাঁর অভিযান শেষ হয়ে গেল। গোল্ড কোস্টে ২০১৮ সালের গেমসে মনিকা ২টি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন। তবে এবারের গেমস থেকে তাঁকে খালি হাতেই ফিরতে হলো। সব কটি ইভেন্টেরই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনালে আজ মনিকা ও দিয়া পরাগ চিতালের জুটি ৭-১১, ৬-১১, ১৩-১১, ১০-১২ ব্যবধানে পরাস্ত হয় ওয়েলসের শার্লটি ক্যারে ও আনা হার্সে জুটির কাছে। মহিলাদের ডাবলসে সৃজা আকুলা ও রীথ টেনিসনের জুটিও বিদায় নিয়েছে। মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ ম্যাচ খেলবেন সৃজা।

সিন্ধু পদকের দিকে এগিয়ে চলেছেন

সিন্ধু পদকের দিকে এগিয়ে চলেছেন

ব্যাডমিন্টনে পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। এই নিয়ে টানা তিনবার কমনওয়েলথ গেমসের সেমিফাইনাল খেলবেন তিনি। তবে এবারের গেমসে শেষ হয়ে গিয়েছে আকর্ষী কাশ্যপের অভিযান। সিন্ধু কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন মালয়েশিয়ার গোহ ওয়েই জিনের বিরুদ্ধে। প্রথম গেমে হেরে গেলেও দারুণ কামব্যাক করেন। খেলার ফল সিন্ধুর পক্ষে ১৯-২১, ২১-১৪, ২১-১৮। আকর্ষী কাশ্যপ ১০-২১, ৭-২১ ব্যবধানে পরাস্ত হন ২০১৪ ও ২০১৮ সালে ব্রোঞ্জজয়ী স্কটল্যান্ডের ক্রিস্টি জিলমোরের বিরুদ্ধে।

English summary
Commonwealh Games 2022: Indian Men's Fours Team Wins Silver In Lawn Bowls. Boxer Jaismine Clinches Bronze.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X