For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: নীরজ থেকে নিখাত গড়লেন ইতিহাস, কমনওয়েলথ গেমস ও থমাস কাপেও বাজিমাত

  • |
Google Oneindia Bengali News

চলতি বছর ভারতীয় ক্রীড়াক্ষেত্র এবং ক্রীড়াপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে রইল। ক্রিকেট, ফুটবল, হকির পাশাপাশি তথাকথিত মাইনর স্পোর্টসেও বিশ্ব দরবার থেকে সাফল্য এসেছে। কমনওয়েলথ গেমসে লন বোলে যে ঐতিহাসিক সাফল্য এসেছে, অনেকেই এই খেলাটির বিষয়ে বিস্তারিত জানলেন চলতি বছরেই। একনজরে দেখে নেওয়া যাক ২০২২ সালেই প্রথমবার কোন কোন ক্রীড়াক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল হয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

নীরজের সোনালি সাফল্য

নীরজের সোনালি সাফল্য

নীরজ চোপড়ার কথা প্রথমেই উল্লেখ করতে হবে। জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে সোনা জিতেছেন নীরজ চোপড়া। পাভো নুরমি গেমসে নীরজ জাতীয় রেকর্ড গড়ে রুপো জেতেন। নিজেকে প্রস্তুত করার জন্য চলতি বছরের প্রথমার্ধে কোনও ইভেন্টে অংশ নেননি নীরজ। টোকিও অলিম্পিকে সোনা জেতার পর ১০ মাসের ছুটি নিয়ে ট্র্যাকে ফেরেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জেতেন রুপো। অঞ্জু ববি জর্জ লং জাম্পে ২০০৩ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। তারপর বিশ্ব অ্যাথলেটিক্সে এই প্রথম কোনও পদক তথা প্রথম রুপো নিশ্চিত করলেন নীরজ। তাঁর আগে কোনও ভারতীয় ডায়মন্ড লিগেও চ্যাম্পিয়ন হননি। অলিম্পিক চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় এবং ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন, সব কিছুই হয়েছে ১৩ মাসের মধ্যে। তবে বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে কুঁচকিতে চোট পাওয়ায় কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি নীরজ।

নিখাতের পাঞ্চ

নিখাতের পাঞ্চ

চলতি বছরেই বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন নিখাত জারিন। পঞ্চম ভারতীয় হিসেবে। মে মাসে ইস্তানবুলে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ফ্লাইওয়েট (৫২ কেজি) বিভাগে ৫-০ ব্যবধানে হারান তাইল্যান্ডের জিতপং জুতামাসকে। তাঁর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ে সোনা জেতেন ছ-বারের চ্যাম্পিয়ন মেরি কম, সরিতা দেবী. জেনি আরএল এবং লেখা কেসি। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে নিখাত স্ট্র্যান্ডজা মেমোরিয়ালে দুটি সোনা জেতেন।

কমনওয়েলথ গেমসে বাজিমাত

কমনওয়েলথ গেমসে বাজিমাত

কমনওয়েলথ গেমসে এবার শ্যুটিং ছিল না। ভারত ৬১টি পদক জয় করে। বার্মিংহ্যাম গেমস থেকে ভারত ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ পায়। কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, ব্যাডমিন্টন ও টেবল টেনিসে পদক এসেছে। আবার ততটা জনপ্রিয় নয় এমন খেলা থেকেও পদক এসেছে। মহিলাদের লন বোল দল সোনা জেতে। পুরুষদের লন বোল দল রুপো জেতে। এই সাফল্য এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হয়েছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও সাফল্য এসেছে। এলধোস পল (Eldhose Paul) ট্রিপল জাম্পে দেশকে প্রথমবার সোনা এনে দিয়েছেন। এই বিভাগেই রুপো জেতেন ভারতের আবদুল্লা আবুবকর। পুরুষদের লং জাম্পে রুপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। ভারতের হকি ও মহিলাদের ক্রিকেট দলও পদক জেতে। মহিলা ক্রিকেট দল অল্পের জন্য সোনা হাতছাড়া করে, এই প্রথম কমনওয়েলথ গেমসে ছিল ক্রিকেট। রেস ওয়াকার প্রিয়াঙ্কা গোস্বামী ও সন্দীপ কুমার পোডিয়াম ফিনিশ নিশ্চিত করেন। ৩ হাজার মিটার স্টিপলচেজে অবিনাশ সাবলে রুপো জিতেছেন।

ব্যাডমিন্টনে ইতিহাস

ব্যাডমিন্টনে ইতিহাস

ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল ইতিহাস গড়ে থমাস কাপে চ্যাম্পিয়ন হয়ে। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ভারত হারিয়ে দেয় ৩-০ ব্যবধানে। লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত ও ডাবলসে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। ৭৩ বছরের ইতিহাসে ভারত কখনও থমাস কাপ কিংবা উবের কাপের ফাইনালে উঠতে পারেনি। এবারের ফাইনালে ইন্দোনেশিয়া উঠেছিল অপরাজেয় থেকে। ভারত শুধু পরাস্ত হয়েছিল চাইনিজ তাইপের কাছে। ভারত পাঁচবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়া ও ২০১৬ সালের খেতাবজয়ী ডেনমার্ককে হারিয়ে দেয়। ১৯৪৮-৪৯ থেকে থমাস কাপ হচ্ছে, মাত্র পাঁচটি দেশই খেতাব জিতেছে। থমাস কাপের সেমিফাইনালে ভারত উঠেছিল ১৯৫২, ১৯৫৫ ও ১৯৭৯ সালে। উবের কাপের শেষ চারে ভারতের মহিলা ব্যাডমিন্টন দল পৌঁছেছিল ২০১৪ ও ২০১৬ সালে।

English summary
Yearender 2022: From Neeraj To Nikhat A Look At The Indian Athletes' Record-Breaking Achievements. This The Year Of Many Firsts For Indian Sports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X