For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটপ্রচারে বেলাগাম শুভেন্দু অধিকারী! ওদের দিন শেষ হয়েছে, পাল্টা বললেন দিলীপ ঘোষ

ভোটপ্রচারে বেরিয়ে বেলাগাম শুভেন্দু অধিকারী। তৃণমূলের এই নেতা তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গিয়েছিলেন দলের প্রার্থীর উপনির্বাচনের প্রচারে। সেখানেই তিনি স্থানীয় সাংসদ তথা

  • |
Google Oneindia Bengali News

ভোটপ্রচারে বেরিয়ে বেলাগাম শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের এই নেতা তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গিয়েছিলেন দলের প্রার্থীর উপনির্বাচনের প্রচারে। সেখানেই তিনি স্থানীয় সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে নিয়ে বেলাগাম মন্তব্য করেন।

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বেলাগাম শুভেন্দু

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বেলাগাম শুভেন্দু

সূত্রের খবর অনুযায়ী,ভোট প্রচারে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, হাফমন্ত্রী। পাশাপাশি তাকে উদ্দেশ্য করে গরুর গাড়ির হেডলাইটের মতো মন্তব্য করতেই শোনা যায়।

 শুভেন্দুর নেতৃত্বেই ভরাডুবি

শুভেন্দুর নেতৃত্বেই ভরাডুবি

পাল্টা দিয়েছে বিজেপিও। পঞ্চায়েত, পুরসভা এমন কি লোকসভা নির্বাচনে রায়গঞ্জের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও ভরাডুবি হয়েছে তৃণমূলের। শাসকদলের পায়ের তলার মাটি নেই বলেও কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে।

 দিলীপ ঘোষকেও আক্রমণ

দিলীপ ঘোষকেও আক্রমণ

দিন দুয়েক আগেই খড়গপুর সদরে দলের প্রার্থী প্রদীপ সরকারের হয়ে প্রচারে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, দিলীপ ঘোষ অপদার্থ। বিধানসভায় থাকাকালীন তিন বছরে তিনি কোনও কাজ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। কাজের নিরিখে দিলীপ ঘোষের স্থান বিধায়ক তালিকায় ২৯৪ নম্বরে বলেও কটাক্ষ করেছিলেন। সেই কারণের নাকি দিলীপ ঘোষ সাংসদ হয়ে চলে গিয়েছেন। বলেন শুভেন্দু।

গ্যারান্টার শুভেন্দু অধিকারী

গ্যারান্টার শুভেন্দু অধিকারী

প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী বলেচিলেন প্রদীপ সরকারের হয়ে গ্যারান্টার হতে চান তিনি। ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিচে প্রদীপ সরকার। আর মধ্যে তিনি। বলেছিলেন শুভেন্দু অধিকারী।

জবাব দিলীপ ঘোষের

জবাব দিলীপ ঘোষের

শুভেন্দু অধিকারীর কথার জবাব দিতে গিয়ে বলেন, ওদের দিন শেষ হয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে আর বলাক কিছু নেই। এখন দিদিকে বলো নিয়েও কেউ রাস্তায় নামছে না। মানুষও এর উত্তর দেবে, বলেছেন দিলীপ ঘোষ।

'মহাগুরু'র পায়ের নিচে শিক্ষক! জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পোস্ট ভাইরাল'মহাগুরু'র পায়ের নিচে শিক্ষক! জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পোস্ট ভাইরাল

English summary
TMC leader and Minister Subhendu Adhikari made controversial comments on Central minister Debasree Chowdhury. He was in Kaliagunge for his party candidate Tapan deb sinha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X