For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের জেরে ঘরমুখী দুষ্কৃতীরা, চাঞ্চল্যকর রিপোর্ট

করোনা লকডাউনের জেরে ঘরমুখী দুষ্কৃতীরা, চাঞ্চল্যকর রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের মোকাবিলায় সারা রাজ্যের সঙ্গে কলকাতাতে চলছে লকডাউন। যার ফলে বিপাকে পড়েছে দুষ্কৃতীরা। কলকাতার ক্রাইম রেকর্ডও এরফলে নিম্নগামী। ২৪ মার্চ লকডাউনের প্রথম দিনে কলকাতা পুলিশ এলাকায় দায়ের হয়েছে মাত্রা ৩০ টি এফআইআর। যার মধ্যে ২০টি মামলা দায়ের করা হয়েছে লকডাউন আইন অমান্য করার জন্য।

স্বস্তিতে কলকাতা পুলিশ

স্বস্তিতে কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ এলাকায় একদিনেই অপরাধে গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে কর্তারা। করোনার ভয় যে দুষ্কৃতীদেরও আছে, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ট্রেন, বাস বন্ধ থাকার বিষয়টিও দুষ্কৃতীদের আয়ে বাধা তৈরি করেছে।

পুলিশ ব্যস্ত বাজার রাস্তার ভিড় সরাতে়

পুলিশ ব্যস্ত বাজার রাস্তার ভিড় সরাতে়

লকডাউন শুরু হওয়ার পর থেকে বুধবারের মতো বৃহস্পতিবারেও পুলিশকে দেখা গিয়েছে ভিড় সরাতে। পুলিশকর্মীরা বলছেন এর পরে যদি কোনও এলাকায় গণ্ডগোল হয়, তাহলে তারা বেজায় মুশকিলে পড়ে যাবে। কিন্তু সম্ভাব্য সেই পরিস্থিতি থেকে তারা রেহাই পেয়েছেন।

শহরের ক্রাইম গ্রাফ নিম্নমুখী করোনা হানার পরেই

শহরের ক্রাইম গ্রাফ নিম্নমুখী করোনা হানার পরেই

পুলিশ সূত্রে জানা গিয়েছে শহরে করোনা ভাইরাসে আক্রান্তের প্রথম খবর পাওয়ার পর থেকে অপরাধের গ্রাফটা নিম্নমুখী। সূত্রের আরও খবর গত ৭ দিনে কলকাতা পুলিশ এলাকায় ৩০০ টি বিভিন্ন ঘটনা নথিভুক্ত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে একই সময়ে সেখানে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৬৬০ টি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ তারিখের পর থেকে শহরে অপরাধের সংখ্যা কমেছে।

লুটপাটের ঘটনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন

লুটপাটের ঘটনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন

পুলিশ কর্তাদের মতে শহরের বড় অপরাধীরা নয় বেস কিছুদিন বসে থাকতে পারবে। কিন্তু ছোট অপরাধীদের ক্ষেত্রে তিন সপ্তাহ বসে থাকা মুশকিল। ফলে সেকোনও সময়ে তারা সক্রিয় হয়ে উছতে পারে। সেক্ষেত্রে লুটপাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে প্রশাসন সতর্ক আছে বলেও আস্বাস দেওয়া হয়েছে।

English summary
Antisocials are out of their work due to coronavirus fear in Kolkata. Crime graph is alrady down.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X