For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী প্রচার ব্যবস্থাপককে সরালেন ট্রাম্প, জনমত সমীক্ষায় বাইডেনের পাল্লা ভারী হওয়াতেই ক্ষোভ ?

নির্বাচনী প্রচার ব্যবস্থাপককে সরালেন ট্রাম্প, জনমত সমীক্ষায় বাইডেনের পাল্লা ভারী হওয়াতেই ক্ষোভ ?

  • |
Google Oneindia Bengali News

দিন যত এগোচ্ছে গোটা মার্কিন মুলুকে ততই চড়ছে নির্বাচনী পারদ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত একাধিক জনমত সমীক্ষায় বারংবার ট্রাম্পের জন্য দুঃসংবাদ শোনা গেছে। সূত্রের খবর, সর্বশেষ জনমত জরিপের ফলাফলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। এবার তার জেরে সরতে হল ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ম্যানেজারকে।

আসন্ন নির্বাচনে ট্রাম্পের থেকে বাইডেনের পাল্লা অনেকটাই ভারী

আসন্ন নির্বাচনে ট্রাম্পের থেকে বাইডেনের পাল্লা অনেকটাই ভারী

এদিকে চলতি বছরের নভেম্বর মাসেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এমতাবস্থায় কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, জরিপে অংশ নেওয়া তালিকাভুক্ত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৭ শতাংশ ভোটার।

 ভালো ফল না হওয়াতেই কী রদবদল য় ?

ভালো ফল না হওয়াতেই কী রদবদল য় ?

ওয়াকিবহাল মহলের ধারণা জনমত সমীক্ষায় ভালো ফল না হাওয়াতেই আচমকাই তাঁর নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেলকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। নতুন প্রচার ব্যবস্থাপক হিসেবে যোগ দিচ্ছেন খ্যাতিমান রিপাবলিকান কৌশলবিদ বিল স্টিফেন। ১৫ জুলাই সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির থেকে এই রদবদলের কথা জানানো হয়েছে বলে খবর।

২০১৬ সাল থেকে ট্রাম্প শিবিরে কাজ করছিলেন ব্র্যাড পার্সকেল

২০১৬ সাল থেকে ট্রাম্প শিবিরে কাজ করছিলেন ব্র্যাড পার্সকেল

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিল স্টিফেনকে প্রচার ব্যবস্থাপক পদে পদোন্নতির কথা জানিয়েছেন বলে দেখা যাচ্ছে। এদিকে ২০১৬ সাল থেকেই ট্রাম্পের হয়ে কাজ করছিলেন ব্র্যাড পার্সকেল। এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডিজিটাল প্রচারে ব্যাপক সাফল্যের জন্য ব্র্যাড পার্সকেলকে কৃতিত্বও দেয় ট্রাম্প শিবির।

 কী কারণে মানুষের মন থেকে জায়গা হারাচ্ছেন ট্রাম্প ?

কী কারণে মানুষের মন থেকে জায়গা হারাচ্ছেন ট্রাম্প ?

এদিকে এর আগেও এর আগের বেশ কয়েকটি সমীক্ষার ফলাফলে দেখা গেছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পাল্লা ট্রাম্পের তুলনায় অনেকটাই ভারী। ওয়াকিবাহল মহলের ধারণা করোনা সঙ্কট মোকাবিলায় অদক্ষতা, কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার কারণে মানুষের মনে গত কয়েক মাসে অনেকটাউ পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়েছে। পাশাপাশি মহামারীকালে বেকারত্ব কয়েক গুন বেড়ে যাওয়ায় তারও স্পষ্ট ছাপ পড়েছে জনমত সমীক্ষায়।

কুলভূষণের সঙ্গে সাক্ষাতে থাকবে না কোনও নজরদারি, প্রবল প্রতিরোধের মুখে শেষে সুর নরম পাকিস্তানেরকুলভূষণের সঙ্গে সাক্ষাতে থাকবে না কোনও নজরদারি, প্রবল প্রতিরোধের মুখে শেষে সুর নরম পাকিস্তানের

English summary
usa election 2020 update donald trump fires campaign manager angry that joe biden is ahead in opinion polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X