কুলভূষণের সঙ্গে সাক্ষাতে থাকবে না কোনও নজরদারি, প্রবল প্রতিরোধের মুখে শেষে সুর নরম পাকিস্তানের
চাপে পড়ে অবশেষে সুর নরম করল পাকিস্তান। কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের সময় থাকবে না কোনও নজরদারি। জানিয়েছে আমেরিকা। গতকাল কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতীয় কূটনীতিকরা। কিন্তু তাঁদের নজরদারির মধ্যেই কথা বলতে হয়েছে বলে অভিযোগ করে বিদেশমন্ত্রক।

নজরদারি ছাড়াই সাক্ষাতের অনুমতি
পাকিস্তানের জেলে ভারতীয় চর সন্দেহে বন্দি রয়েছে কুলভূষণ যাদব। তাঁকে আইনি সহায়তার জন্য কথা বলতে গিয়েছিলেন ভারতীয় কূটনীতিকরা। কিন্তু কড়া নজরদারির মধ্যে কথা বলতে বাধ্য হন ভারতীয় কূটনীতিকরা। তাই নিয়ে প্রবল প্রতিবাদ জানায় ভারতের বিদেশমন্ত্রক। তারপরেই পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও রকম নজরদারি ছাড়াই কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।

নজরদারিতেই সাক্ষাৎ
এগিয়ে আসছে ফাঁসির সাজা পুনর্বিবেচনা করার আর্জি জমা দেওয়ার দিন। তাই গতকাল কুলভূষণ যাদবের সঙ্গে পাকিস্তানে কথা বলতে গিয়েছিলেন ভারতীয় কূটনীতিররা। কিন্তু তাঁরা ভাল করে কথা বলতে পারেননি। কারণ দুই পাক আধিকারিক সেখানে উপস্থিত ছিেলন। এবং ক্যামেরাও অন করে রাখা হয়েছিল।

কুল ভূষণকে ফাঁসির সাজা
ভারতীয় চর সন্দেহে পাকিস্তানে গ্রেফতার করা হয় ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে। তারপরেই এই নিয়ে চরম শোরগোল পড়ে গিয়েছিল দুই দেশের মধ্যে। ভারত এই নিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। সেখানে ভারতের পক্ষেই রায় দেয় আন্তর্জাতিক আদালত।

অবসাদ বাড়ছে কুলভূষণের
কূটনীতিকরা কুলভূষণের সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন তিনি। তাঁর চোখে মুখে মানসিক চাপের ছাপ স্পষ্ট রয়েছে বলে জানিয়েছে ভারতীয় কূটনীিতকরা। কিন্তু পাকিস্তানের আধিকারিকদের নজরদারি থাকার কারণে ভাল করে কথা বলতে পারেননি তাঁরা।

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৬.৭৩% কমল নতুন চাকরির সম্ভাবনা, বলছে সমীক্ষা