For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ব্যর্থ হল ইসরোর নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ, জেনে নিন আসল কারণ

বেশ কয়েকটি চোখ ধাঁধানো সাফল্যের পর ছোট একটি মিশনে ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ IRNSS-1H এর উৎক্ষেপণ।

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকটি চোখ ধাঁধানো সাফল্যের পর ছোট একটি মিশনে ব্যর্থ হল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ IRNSS-1H এর উৎক্ষেপণ। নির্দিষ্ট সময়ের কয়েক মিনিট পরই সাংবাদিক সম্মেলন করে ইসরো প্রধান এএস কিরণ কুমার উৎক্ষেপণটি ব্যর্থ হয়েছে বলে জানান।

কেন ব্যর্থ হল ইসরোর নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ, জেনে নিন

কিরণ কুমার জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহে কোনও গোলযোগ ছিল না। তবে চতুর্থ স্টেজে গিয়ে বিপত্তি হয়। যে পিএসএলভি রকেট লঞ্চারে করে উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা হয়েছিল তা থেকে উপগ্রহটি সময় মতো আলাদা হতে পারেনি। চতুর্থ স্টেজে গিয়ে তা পিএসএলভি-র সঙ্গেই ছিল।

জানানো হয়েছে, 'হিট শিল্ড' আলাদা হয়নি। ফলে চতুর্থ স্টেজেও কৃত্রিম উপগ্রহ IRNSS-1H পিএসএলভি-র মধ্যেই ছিল।

এদিন সন্ধ্যা সাতটা নাগাদ উৎক্ষেপণ হয় এই কৃত্রিম উপগ্রহটির। এই প্রথম কোনও বেসরকারি সংস্থা স্যাটেলাইটটি তৈরি করেছিল। তবে তত্ত্বাবধান ছিল ইসরোরর ৭০ জন বিজ্ঞানীর। যদিও তা শেষপর্যন্ত কাজে এল না। ব্যর্থ হল ইসরোর অভিযান।

English summary
Why ISRO's IRNSS-1H nagivation satellite launch failed from Sriharikota
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X