For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষেধাজ্ঞার ‘আসল কারণ’ জানতে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে টিকটক, কী বললেন সংস্থার ভারতীয় প্রধান

নিষেধাজ্ঞার ‘আসল কারণ’ জানতে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে টিকটক, কী বললেন সংস্থার ভারতীয় প্রধান

  • |
Google Oneindia Bengali News

ভারতে টিকটকের গতিবিধি সরকারি বিধিনিষেধের মুখে পড়তেই নড়চড়ে বসল টিকটক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তারা সরকারের সঙ্গে আলোচনার ইঙ্গিতও দিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে গতকাল থেকেই টিকটক, শেয়ারইট সহ প্রায় ৫৯টি চাইনিজ অ্যাপের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র সরকার। চিন-ভারত সেনা সংঘর্ষের আবহে অর্থনৈতিক ভাবে চিনকে চাপে রাখতেই কেন্দ্রে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে টিকটক

কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে টিকটক

এদিকে ১৫ই জুন গালওয়ানের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভার-চিন সেনা সংঘর্ষের পর থেকেই দেশে চিন বিরোধী আওয়াজ জোরদার হয়েছে। ডাক উঠেছে চিনা পণ্য বয়কটেরও। তাতে সামিল হয়েছে একাধিক বাণিজ্যিক সংগঠনও। এমতাবস্থায় টিকটকের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছে বারবার। ভারত থেকে অবৈধ ভাবে তথ্য চিনে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, গ্রাহকদের ব্যক্তিগত তথ্যে গোপনে নজরদারি চালাচ্ছিল টিকটক।কিন্তু এদিন সেই অভিযোগ অস্বীকার করে টিকটক। বরং পাল্টা টিকটকের উপর নিষেধাজ্ঞার খাঁড়া কেন নামানো হল তা জানাতে তারা কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

প্লে স্টোর, অ্যাপেল স্টোর কোথাও পাওয়া যাচ্ছে না টিকটক

প্লে স্টোর, অ্যাপেল স্টোর কোথাও পাওয়া যাচ্ছে না টিকটক

যদিও আগামীতে ভারত সরকারের সব নিয়ম মেনেই তারা চলবে বলে জানিয়েছে টিকটক ইণ্ডিয়া। নিষিদ্ধ করার ২৪ ঘণ্টার মধ্যেই বিবৃতি জারি করে এমনটাই জানায় এই জনপ্রিয় ভিডিয়ো অ্যাপ সংস্থা। এদিকে হঠাৎ নিষেধাজ্ঞার মুখে পড়ায় বিপাকে পড়েছে টিকটকের মালিকানাধীন চিনা সংস্থা বাইটডান্স। বর্তমানে অ্যান্ড্রোয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপেল আইফোনের জন্য অ্যাপেল অ্যাপ স্টোর কোথওই পাওয়া যাচ্ছে না টিকটক।

কী বললেন টিকটক ইণ্ডিয়ার প্রধান

কী বললেন টিকটক ইণ্ডিয়ার প্রধান

এদিকে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলতে গিয়ে টিকটক ইণ্ডিয়ার হেড নিখিল গান্ধী বলেন, " ভারত সরকার টিকটক সহ ৫৯ টি অ্যাপ্লিকেশন ব্লক করার জন্য একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে। আমরা এটি মেনে চলার জন্য সমস্ত দিক বিবেচনা করছি। এই বিষয়ে আমাদের কোনও দ্বিধা-দ্বন্দ্ব কাটাতে এবং নিষেধাজ্ঞার জন্য আসল কারণ জানতে আমাদের সংশ্লিষ্ট সরকারি স্টেকহোল্ডারদের সাথে দেখা করার আমন্ত্রণ জানানো হয়েছে।"

 দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক এই ৫৯ অ্যাপ

দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক এই ৫৯ অ্যাপ

এদিকে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা প্রসঙ্গে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই অ্যাপগুলি ‘দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য ক্ষতিকারক। সেকারণেই ওই অ্যাটগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।' তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। যদিও টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী এই প্রসঙ্গে বলেন, "নিরাপত্তার কথা বিবেচনা করেই টিকটক গ্রাহকদের সব তথ্য গোপন রাখে। এবং তা ভারতের আইন মেনেই।"

আছে অনেক দেশি অ্যাপ! যা আপনাকে ভুলিয়ে রাখবে টিকটক থেকেআছে অনেক দেশি অ্যাপ! যা আপনাকে ভুলিয়ে রাখবে টিকটক থেকে

English summary
Tiktok is going to hold a meeting with the central government to find out the 'real reason' for the ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X