For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা জম্মু ও কাশ্মীরের প্রায় ১৩ হাজার গ্রাম পঞ্চায়েতে

  • |
Google Oneindia Bengali News

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে চলেছে জম্মু ও কাশ্মীরের গ্রাম পঞ্চায়েত গুলিতে। জম্মু ও কাশ্মীরের গ্রাম পঞ্চায়েত গুলিতে পঞ্চ ও সরপঞ্চ পদে প্রায় ১৩,০০০ শূন্য পদ ফাঁকা রয়েছে বলে জানা যাচ্ছে।

ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা জম্মু ও কাশ্মীরের প্রায় ১৩ হাজার গ্রাম পঞ্চায়েতে


জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, এই শূন্য পদ গুলিতেই জন প্রতিনিধি নির্বাচনের জন্য আগামী ফেব্রুয়ারিতেই ভোট গ্রহণ হতে পারে। এই প্রসঙ্গে জানুয়ারি মাসের ২৫ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশও হতে পারে বলে জানা যাচ্ছে।

গত বছরের আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব করা ও গোটা রাজ্যকে পৃথক দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার পর এটাই হবে কাশ্মীরের প্রথম নির্বাচন।

এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক সূ্ত্রে ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে বলে জানা যাচ্ছে। একইসাথে ফেব্রুয়ারির শেষ নাগাদ পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। গত বছরের নভেম্বরে পর থেকেই পঞ্চায়েত গুলিতে এই বিপুল সংখ্যা শূন্যপদ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

সূ্ত্রের খবর, কাশ্মীরের ২০,০৯৩ পঞ্চ এবং সরপঞ্চ আসনের মধ্যে এখনও সাড়ে বারো হাজার আসন খালি রয়েছে জানা যাচ্ছে। অন্যদিকে, শনিবার থেকে জম্মু ও কাশ্মীরের ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর সফরের মধ্যেই এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে জানা গিয়েছে।

English summary
Panchayet Vote is likely in Jammu and Kashmir in February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X