For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০১৬-১৭ : করছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত, বাড়তি ৩ হাজার টাকা ছাড়

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি : এদিন সংসদে এনডি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কর্মসংস্থান থেকে শুরু করে গ্রামীণ ভারতের রূপায়নে এই বাজেটে কী দিশা দেখিয়েছেন জেটলি তার উপরে নজর ছিল গোটা বিশ্বের। এই বাজেট নিয়ে প্রত্যাশা ও আগ্রহের কথা প্রকাশ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। [#UnionBudget2016 : কোন জিনিসের দাম বাড়ল-কমল]

ফলে সবদিক থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে এবারের বাজেট। শিল্পপতিদের যেমন গুরুত্ব দিতে হবে, তেমনই দেশের কৃষিজীবী শ্রেণিকে বাঁচিয়ে ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ ছিল অরুণ জেটলির সামনে। ঠিক কী হল এবারের বাজেটে তা দেখে নিন একঝলকে। [বাজেট নিয়ে কী বলছেন রাজনৈতিক নেতানেত্রীরা?]

LIVE কেন্দ্রীয় বাজেট ২০১৬-১৭ : সকাল ১১টায় সংসদে বাজেট পেশ

দুপুর ১২ টা ৪২ মিনিট : ২০১৬-১৭ সালের বাজেট পেশ করা শেষ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

দুপুর ১২ টা ৪০ মিনিট : সব মিলিয়ে সব ক্ষেত্রে আমাদের রাজস্ব বাড়ছে। কৃষক ও গরিবদের আর্থিক উন্নতি ঘটিয়ে আরও উন্নত ভারতবর্ষের স্বপ্ন দেখছি আমরা। আশা করি আমরা আমাদের লক্ষ্যে সফল হব।

দুপুর ১২ টা ৩০ মিনিট : করদাতারা যারা এখনও কর দেননি তাদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। নাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। সেই টাকা কৃষিক্ষেত্রে কাজে লাগানো হবে।

দুপুর ১২ টা ২৮ মিনিট : কয়লার উপরে কর বাড়ানো হল। সোনা-হিরের দাম বাড়ল। তামাকজাত দ্রব্যের উপরে ১০-১৫ শতাংশ কর বাড়ানো হল।

দুপুর ১২ টা ২৬ মিনিট : ইনপুট ট্যাক্স ক্রেডিট ১ শতাংশ হারে চালু রইল। ব্যান্ডেড রেডিমেড পোশাক যার দাম ১ হাজারের বেশি তাতে কর বাড়ানো হল।

দুপুর ১২ টা ২২ মিনিট : নতুন বাড়ি কেনা মানুষেরা বছরে বাড়তি ৫০ হাজার টাকা করছাড় পাবেন। ফলে দেশে বাড়ি তৈরির প্রবণতা বাড়বে। ৩৫ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে বাড়তি ছাড়।

দুপুর ১২ টা ১৬ মিনিট : পাঁচ কোটির কম টার্নওভারের কোম্পানিগুলি ২৯ শতাংশ হাতে সারচার্জ দেবেন। স্টার্ট আপ কোম্পানিগুলি তিনবছর একশো শতাংশ করছাড় পাবেন।

দুপুর ১২ টা ১৩ মিনিট : ১ কোটি টাকার টার্নওভার লিমিট যাদের তাদেরটা বাড়িয়ে ২ কোটি করে দেওয়া হল। এরা এমএসএমই সুবিধা একইভাবে পাবেন।

পাঁচ লক্ষের কম রোজগারকারীরা করে ৩ হাজার টাকা ছাড় পাবেন। যারা বাড়ি ভাড়া পান না অথচ ভাড়া থাকেন, তাদের ক্ষেত্রে ছাড় ২৪ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হল। করের ঊর্ধ্বসীমা বাড়ানো হল না।

করদাতাদের থেকে টাকা না পেলে উন্নয়ন সম্ভব হত না। ছোট করদাতাদের কিছু সুবিধা দিতে চলেছি আমরা। একইসঙ্গে ব্যবসায়ীদের কিছুটা সুবিধা দিতে চাই। এছাড়া করব্যবস্থা সহজ করতে চাই আমরা।

সপ্তম বেতম কমিশনকে গুরুত্ব দিয়ে বাজেটে বাড়তি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের ঘোষিত আর্থিক প্রকল্পের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছে।

এবছর আমাদের রাজস্ব ঘাটতি আগের চেয়ে অনেক কমেছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুসারে আমরা রাজস্ব ও মূলধনকে আলাদাভাবে করার ভাবনা রয়েছে সরকারের।

দুপুর ১২ টা ০৫ মিনিট : পরিকল্পনা খাতে ব্যয় বরাদ্দ আরও বাড়াতে চাই আমরা। এবং রাজ্যগুলিকে আগের চেয়ে আরও বেশি অনুদান দেওয়া হবে।

দুপুর ১২ টা ০৩ মিনিট : অত্যাবশ্যকীয় পণ্যের দাম যাতে না বাড়ে বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম যাতে না বাড়ে তা নিশ্চিত করা হয়েছে। এজন্য ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

দুপুর ১২ টা ০২ মিনিট : আগামী কয়েকমাসের মধ্যে ২ লক্ষ ফেয়ার প্রাইস শপ চালু করতে চলেছে সরকার।

দুপুর ১২ টা : সরকারের টাকা যাতে গরিব মানুষের কাছে ঠিকমতো পৌঁছয় সেজন্য আধার কার্ডকে বিশেষভাবে কাজে লাগানো হবে। এজন্য নতুন আইন চালু করবে সরকার।

ব্যবসা বাণিজ্য যাতে সহজে কেউ করতে পারেন, সেটা দেখা সরকারের কর্তব্য এবং সেজন্য নতুন টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।

এটিএম ও মাইক্রো এটিমকে সারা দেশে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সকাল ১১ টা ৫৫ মিনিট : সাম্প্রতিক সময়ে বহু স্কিম দেখা যাচ্ছে যা সাধারণ মানুষকে প্রতারিত করেছে। সেজন্য সেবির মাধ্যমে এই বিষয়ে নজর দিয়েছে সরকার।

সকাল ১১ টা ৫০ মিনিট : খাদ্য প্রক্রিয়াকরণ খাতে কৃষকদের সুবিধার্থে বিদেশি বিনিয়োগের পথে হাঁটতে চায় কেন্দ্র সরকার।

এফডিআই নীতি নিয়ে কিছু পরিবর্তন করতে চাই। বিদেশি বিনিয়োগ বাড়াতে আরও দেশ ও আরও পণ্য যোগ করার দিকে লক্ষ্য রাখা হবে। কৃষকদের পণ্যের মার্কেটিং বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সকাল ১১ টা ৪৭ মিনিট : বিদ্যুৎ তৈরিতে বিভিন্ন দিকগুলির দিকে নজর দেওয়া হবে। পারমাণবিক শক্তিকে আরও ভালোভাবে ব্যবহারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমাদের প্রাকৃতিক গ্যাস সম্পদকে আরও বেশি কাজে লাগাতে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে চলেছে। এই খাতে কাজ করলে সরকার উৎসাহ দেবে। ফলে বিনিয়োগ বাড়তে চলেছে।

পরিকল্পনা খাতে ২ লক্ষ ২১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সকাল ১১ টা ৪২ মিনিট : ২০১৬-১৭ সালের মধ্যে দশ হাজার জাতীয় ও রাজ্য সড়ক তৈরি করতে পারব বলে আশা করছি।

মোটরগাড়ি উৎপাদন ২০১৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রাস্তা তৈরিতে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বন্ড বিক্রি করে তোলা হবে।

সকাল ১১ টা ৪০ মিনিট : জাতীয় কেরিয়ার সার্ভিস গতবছরে চালু হয়েছে। আমরা ১০০টি মডেল কেরিয়ার সেন্টার এই বছরে চালু করতে চলেছি।

নতুন সরকারি কর্মীদের জন্য প্রথম তিন বছরে ইপিএফ ৮.৩৩ শতাংশ করা হচ্ছে। যা দেবে সরকার। কর্মীকে তা প্রথম তিনবছরে দিতে হবে না।

অনলাইন কোর্সগুলির উপরে আমরা বিশেষ জোর দিচ্ছি। একইসঙ্গে ডিজিটাল মার্কশিট তৈরির বিষয়েও এগিয়ে চলেছি আমরা।

সকাল ১১ টা ৩৭ মিনিট : উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে বিশ্বমানে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা নিয়ে এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একটি কমিশন তৈরি করে এদের উন্নতির বিষয়টিকে তদারকি করা হবে।

এছাড়া সংখ্যালঘুদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছি আমরা।

তপিশিলি জাতি ও উপজাতি ও মহিলা উদ্যোগপতিদের জন্য বাজেটে খরচ ধরা হয়েছে। তপিশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ হাব তৈরি করা হবে।

সকাল ১১ টা ৩৩ মিনিট : জাতীয় ডায়লিসিস পরিষেবা চালু করা হচ্ছে যাতে ডায়লিসিসের খরচ অনেকটা কমিয়ে আনা যায়।

গ্রামের ও শহরের মানুষদের স্বাস্থ্যের জন্য সস্তায় ওষুধ দেওয়া, কঠিন রোগে ভোগা রোগীদের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হবে।

গ্রামের মানুষের কাছে রান্নার গ্যাস পৌঁছে দিতে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সকাল ১১ টা ২৯ মিনিট : রাষ্ট্রীয় গ্রাম উন্নয়ন প্রকল্প নামে একটি উদ্যোগ চালু হচ্ছে। গ্রামের উন্নতিতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল।

গ্রামে ডিজিট্যাল সাক্ষরতা অভিযান প্রকল্পে আগামী দিনে ৬ কোটি কম্পিউটার গ্রামে পৌঁছে দিতে চাই।

স্যানিটেশন নিয়ে দৃষ্টিভঙ্গি বদলেছে। স্বচ্ছ্ব ভারত অভিযানের জন্য ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল।

সকাল ১১ টা ২৭ মিনিট : অনেক ভারতীয় গ্রামে এখনও বিদ্যুৎ নেই। আগে যেসব জায়গায় বিদ্যুৎ ছিল না, সেখানে বিদ্যুৎ গিয়েছে। ২০১৮ সালের মে মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।

মহাত্মা গান্ধী রুরাল উন্নয়নের জন্য ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে রুরাল ক্লাস্টার তৈরি করা হয়েছে।

সকাল ১১ টা ২৬ মিনিট : প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে সেল্প-হেল্প গোষ্ঠী গড়ে তোলা হচ্ছে।

এখন থেকে এক একটি গ্রাম পঞ্চায়েতগুলি ৮০ লক্ষ টাকা পর্যন্ত উন্নয়নে খরচ করতে পারবে। যা ভারতের চেহারা পাল্টে দেবে।

মধু চাষ আগের চেয়ে অনেক বেড়েছে। এজন্য বাজেটে নতুন করে বরাদ্দ করা হয়েছে।

সকাল ১১ টা ২৩ মিনিট : কৃষকদের জন্য অনলাইন প্রোকিওরমেন্ট ব্যবস্থা চালু করা হচ্ছে। কৃষকদের অন্যান্য আয়ের রাস্তাগুলির দিকে নজর রাখা হচ্ছে। এজন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হল।

সকাল ১১ টা ২২ মিনিট : কৃষক ঋণ কমানোর জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল।

সকাল ১১ টা ২০ মিনিট : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আগে অর্থাভাবে ভুগেছে। এর জন্য আমরা নতুনভাবে ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি মোট খরচের ৬০ শতাংশ। বাকী ৪০ শতাংশ রাজ্যগুলি বহন করবে।

কৃষিপণ্য যাতে ই-মার্কেটের আওতায় আসে তার ব্যবস্থা করা হচ্ছে।

সকাল ১১ টা ১৭ মিনিট : অর্গানিক ফার্মকে উৎসাহ দেওয়া হবে এবারের বাজেটে। জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।

একইসঙ্গে সার তৈরির কোম্পানিদের জন্য জমির স্বাস্থ্য নজর রাখতে উৎসাহ দেওয়া হবে।

সকাল ১১ টা ১৫ মিনিট : মাটির নিচের জলকে ভালভাে ব্যবহার করতে সরকার বদ্ধপরিকর। আমরা জমির স্বাস্থ্যরক্ষায় যা প্রয়োজন তা করব।

আগামী মার্চের মধ্যে একটি বড় অংশের জমিকে সেচের আওতায় আনা হবে। ৮০ লক্ষ হেক্টর জমি সেচের আওতায় আনা হবে।

২০২২ সালের মধ্যে আমরা কৃষকদের আয় আরও দ্বিগুণ করতে চাই। আমাদের জলসম্পদ, সার, কৃষিজ সম্পদকে আরও ভালোভাে ব্যবহার করতে হবে।

সকাল ১১ টা ১২ মিনিট : কৃষিতে আয় বাড়ানো, শিক্ষা, কর্মসংস্থান, সাধারণ পরিকাঠামো উন্নতি, সরকারের আয়-ব্যয়ের সমতা আনা, সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ানো আমাদের লক্ষ্য।

সমাজের দুর্বল ক্ষেত্রগুলির উন্নয়ন করা, কৃষকদের জন্য বিমা যোজনা করা, এবং স্বাস্থ্য বিমা যা দেশের দিউ তৃতীয়াংশকে সুরক্ষা দেবে তা আমাদের লক্ষ্য। এছাড়া মহিলাদের স্বাস্থ্যের বিষয়টিও ভাবনায় রয়েছে সরকারের।

সরকারি খরচ করাটা আমাদের কাছে ভাবনার বিষয়। এক পদ এক পেনশন ও সপ্তম বেতন কমিশনের মতো বিষয়গুলি এই বেজেটে জুড়েছে।

বৃদ্ধিকে ধরে রাখতে আমাদের অর্থনৈতিক সংস্কারের রাস্তায় আমরা হাঁছি এবং সেটাকে ধরে রাখতে হবে আমাদের।

সকাল ১১ টা ০৭ মিনিট : আমরা আমাদের পরিকল্পনা খরচ অনেকটা বাড়িয়েছে। এবং আমরা রাজ্যগুলিকে অনেক বেশি অনুদান দিতে সক্ষম হয়েছি।

আমাদের বিদেশের বাজার ছোট হয়ে আসছে, তেমনই সারা দেশে রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হয়েছে।

আমাদের বিদেশি মুদ্রার হার সুবিধেজনক অবস্থায় পৌঁছেছে।

সকাল ১১ টা ০৫ মিনিট : মুদ্রাস্ফীতি অনেকটা কমে গেছে। সবকিছুকে সরিয়ে রেখে মূল্যবৃদ্ধি আটকে রাখা সম্ভব হয়েছে।

সকাল ১১ টা : বাজেট পেশ করছেন অরুণ জেটলি।

সকাল ১০ টা ৫৫ মিনিট : আর কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সকাল ১০ টা ২৮ মিনিট : সংক্ষেপে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে বাজেটের সার-সংক্ষেপ শোনাতে রাষ্ট্রপতি ভবনে অরুণ জেটলি।

সকাল ১০ টা ১৭ মিনিট :

সকাল ১০ টা ১৫ মিনিট : ইতিমধ্যেই সংসদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সকাল ১০ টা ১২ মিনিট : নর্থ ব্লকে বাজেট বাক্স হাতে অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সকাল ১০ টা ১০ মিনিট : অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহার মতে এই বাজেটের জন্য কঠিন পরিশ্রম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সকাল ১০ টা ০৫ মিনিট : বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকের তৈরি বাজেট চিত্র।

সকাল ১০ টা : এদিন সকাল ১১টায় সংসদে কেন্দ্রীয় বাজেট ২০১৬-১৭ পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

English summary
Updates of Union Budget 2016-17, presented by Arun Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X