For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমুদ্রের জলস্তর বাড়ছে হু-হু করে, ভূ-বিজ্ঞানীদের সমীক্ষায় উদ্বেগের ছবি স্পষ্ট

বিশ্বজুড়ে সমুদ্র-স্তরের বৃদ্ধি হচ্ছে উদ্বেগজনকভাবে। প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে সমুদ্রস্তর বাড়ছে বলে শতাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এক সমীক্ষায় জানিয়েছে।

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে সমুদ্র-স্তরের বৃদ্ধি হচ্ছে উদ্বেগজনকভাবে। প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত গতিতে সমুদ্রস্তর বাড়ছে বলে শতাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এক সমীক্ষায় জানিয়েছে। সমীক্ষা রিপোর্টে প্রকাশ ২১০০-য় এক মিটার এবং ২৩০০-য় পাঁচ মিটার বাড়ছে সমুদ্রস্তর। বিজ্ঞানীরা বলেছেন আগে এই সমুদ্র-স্তর বৃদ্ধির হার খুব কম ছিল।

গবেষণায় বিশেষজ্ঞরা

গবেষণায় বিশেষজ্ঞরা

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি (এনটিইউ সিঙ্গাপুর)-র বিজ্ঞানীদের নেতৃত্বে এই সমীক্ষা চলে। এই সমীক্ষায় সামিল ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডারহাম বিশ্ববিদ্যালয়, মার্কিন 'টুফ্টস বিশ্ববিদ্যালয় এবং জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের বিজ্ঞানীরাও।

কয়েক দশক ধরে সমুদ্রপৃষ্ঠের উত্থান হচ্ছে

কয়েক দশক ধরে সমুদ্রপৃষ্ঠের উত্থান হচ্ছে

সম্প্রতি বেশ কয়েক দশক ধরে সমুদ্রপৃষ্ঠের উত্থান হচ্ছে। অর্থাৎ সমুদ্রে জলস্তর বাড়ছে। এই সমীক্ষা অনুযায়ী বর্তামানে সমুদ্রের জলস্তর বৃদ্ধি আগের তুলনায় আরও বেশি হচ্ছে। জলবায়ু সম্পর্কিত পটসডাম ইনস্টিটিউটের পক্ষে স্টিফান রাহমস্টর্ফ এই মর্মে এক প্রতিবেদন লিখেছেন। সেখানে তিনি ব্যাখ্যা করেছেন সমুদ্রস্তর বৃদ্ধির কারণ।

উপকূল শহরের কয়েক মিলিয়ন মানুষের ঝুঁকি বেড়েছে

উপকূল শহরের কয়েক মিলিয়ন মানুষের ঝুঁকি বেড়েছে

তিনি ব্যাখ্যা করেন, এটিও একটি সুসংবাদ। এটি যখন গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে হয়, তখন বিষয়টি আমাদের নিজের হাতেই থাকে। আমরা ভাবি না আমরা হাম্বুর্গ থেকে সাংহাই এবং মুম্বই থেকে নিউইয়র্ক পর্যন্ত বিশ্বের উপকূল শহরের কয়েক মিলিয়ন মানুষের ঝুঁকি কতটা বাড়িয়ে দিয়েছি।

আন্তর্জাতিক প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সহমত

আন্তর্জাতিক প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সহমত

এই ঝুঁকিপূর্ণ অবস্থা আন্তর্জাতিক প্যারিস জলবায়ু চুক্তির বিষয়টির সঙ্গে সহমত। বৈশ্বিক উষ্ণায়ন ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ না রাখতে পরিস্থিতি প্রতিকূল হবে। বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে, ২১০০-য় ২ মিটার অর্থাৎ শূন্য থেকে ২ মিটার বৃদ্ধি পেয়েছে। উষ্ণায়ন ৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। ফলে বিশেষজ্ঞরা ২১০০-য় ০.৬ থেকে ১.৩ মিটার এবং ২৩০০-য় ১.৭ থেকে ৫.৬ মিটার বেড়েছে সমুদ্রস্তর।

গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফের চাঁই গলছে

গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফের চাঁই গলছে

গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফের চাঁই এই অনিশ্চয়তার সবথেকে বড় উৎস হিসাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এই বরফের চাঁইগুলিই জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচক এবং সমুদ্র-স্তর বৃদ্ধির পরিচায়ক। স্যাটেলাইট-ভিত্তিক ডেটা এবং অন-গ্রাউন্ড পরিমাপগুলি দেখায় যে, বরফের এই চাঁই দ্রুত গলে যাচ্ছে।

English summary
The rise in global sea-level could exceed, new survey by 100 leading international experts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X