For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনাথের 'মনিটারিং' পিওকে-তে ভারতীয় সেনার গোলাবর্ষণ নিয়ে! রাত থেকে জঙ্গিঘাঁটি তাক করেই সাফল্য ভারতের

ভারতীয় সেনা সন্ত্রাস দমনে আগেই বার্তা দিয়েছিল, ভারত সীমান্তে কোনও রকমের সন্ত্রাস দেখা গেলেই 'সঠিক জায়গা আর সঠিক সময় বেছে নিয়ে জবাব দেবে ভারত'।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনা সন্ত্রাস দমনে আগেই বার্তা দিয়েছিল, ভারত সীমান্তে কোনও রকমের সন্ত্রাস দেখা গেলেই 'সঠিক জায়গা আর সঠিক সময় বেছে নিয়ে জবাব দেবে ভারত'। আর শনিবার রাতে ঠিক সেভাবেই জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। গোয়েন্দা রিপোর্ট বলছিল, প্রায় ২০০ রও বেশি জঙ্গি পাকিস্তানি সীমান্তে অপেক্ষা করছে ভারতে প্রবেশের জন্য। আর সেই তথ্য় আসতেই শনিবার রাত থেকেই গোলাবর্ষণ শুরু করে ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৪-৫ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে প্রায় ২২ জন জঙ্গি নিকেশ করে ভারতীয় সেনা।

রাতের অন্ধকারে কাশ্মীর সীমান্তে কোন ছক ছিল জঙ্গিদের?

রাতের অন্ধকারে কাশ্মীর সীমান্তে কোন ছক ছিল জঙ্গিদের?

পাকিস্তানি সেনা আচমকা সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ করবে, আর তাকে ঢাল বানিয়ে সেই সুযোগে কাশ্মীর অশান্ত করতে অনুপ্রবেশ করবে জঙ্গিরা। এমনই ছক ছিল ইসলামাবাদের। খবর ভারতের কাছে আসতেই, শনিবার রাত তেকে পাক সীমান্ত তাাক করে জঙ্গি ঘাঁটিকে নিশানায় রেখে গোলা বর্ষণ শুরু করে দেয় ভারতীয় সেনা।

পাক অধিকৃত কাশ্মীরের কোন কোন অংশে চলেছে আক্রমণ?

পাকিস্তানের নীলম উপত্যকা জুড়ে মূলত চলেছে এই জঙ্গি দমন হামলা। পাকিস্তান অধিকৃত জুরা, অন্তমুকাম,কুন্দলশাহি এলাকায় একাধিক জঙ্গি কার্যকলাপের খবর আসতে থাকে ভারতে। আর তার জেরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফের সার্জিক্যাল স্ট্রাইকের স্মৃতি উস্কে হামলা চালায় ভারত। আর এই ঘটনা শনিবার রাত থেকেই শুরু হয়।

রাজনাথের মনিটারিং

জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি ঘাঁটি দমন করা হচ্ছে, তার সমস্ত রকমের তথ্য শনিবার রাতেই পৌঁছে যায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। দিল্লি থেকে বসেই তিনি কাশ্মীর পরিস্থিতির সমস্ত রকমের পরিস্থিতির 'মনিটরিং' করেন। বিষয়টি নিয়ে তিনি সেনাা প্রধান বিপিন রাওয়াতের সঙ্গে কথাও বলেছেন বলে খবর।

পাকিস্তানের দাবি

ফের একবার ভ্রান্ত পরিসংখ্য়ান দিয়ে বিভ্রান্তির চেষ্টায় পাকিস্তান। প্রতিবারের মতো এবারেও, পাকিস্তানের দাবি, ভারতের গোলায় যারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মারা গিয়েছে তারা জঙ্গি নয়, স্থানীয় বাসিন্দা। পাকিস্তানের দাবি, দুই পক্ষের গোলাগুলিতে মোট ৯ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। কিন্তু বাস্তবিক রিপোর্ট বলছে ,২ ভারতীয় সেনা জওয়ান এই সংঘর্ষে শহিজ হয়েছেন। সাম্প্রতিক রিপোর্টট বলছে, গোটা পর্বে মোট ২২ জন জঙ্গির মৃত্যু হয়েছে। ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে। যা মানকে নারাজ ইসলামাবাদ।

কাশ্মীরে তুষারপাতের সময়ে জঙ্গি ঢোকানোর তৎপরতা শুরু পাকিস্তানেরকাশ্মীরে তুষারপাতের সময়ে জঙ্গি ঢোকানোর তৎপরতা শুরু পাকিস্তানের

<strong>দিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালি </strong>দিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালি

English summary
Terrorist launch pads in PoK’s Jura, Athmuqam and Kundalsahi were targeted by Indian Army from last night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X