For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী দিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালি

ফের একবার নিশানায় দিল্লি। এবার দিওয়ালিতে উৎসবের মেজাজে রাজধানী হামলার ছক কষছে পাকিস্তানের জইশ-এ -মহম্মদের জঙ্গিরা।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার জঙ্গি নিশানায় রাজধানী দিল্লি। এবার দিওয়ালিতে উৎসবের মেজাজে রাজধানী হামলার ছক কষছে পাকিস্তানের জইশ-এ -মহম্মদের জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, রাজধানীর প্রায় ৪০০ টি জায়গায় এই মুহূর্তে রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা।

 ৪২৫ টি জায়গায় জারি হয়েছে সতর্কতা

৪২৫ টি জায়গায় জারি হয়েছে সতর্কতা

দিল্লিতে প্রায় ৪২৫ টি জায়গায় জারি হয়েছে সতর্কতা। হামলার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল্ডিং ঘিরেও। এর আগে , নেপাল সীমান্তে ৪ জন কুখ্যাত জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বল জাানিয়েছিল এনাইএ। তাদেরও নিশানা দিওয়ালি বলেই জানা গিয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে দিওয়ালির সময় জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে কড়া প্রহরায় প্রশাসন। দিল্লির, রোহিনী, নর্থ ইস্ট, সেন্ট্রাল, দ্বারকা, নয়াদিল্লি এলাকাগুলি জঙ্গিদের হামলার ছকের মধ্যে রয়েছে বলে খবর।

পাখির চোখ কোন এলাকা?

পাখির চোখ কোন এলাকা?

বিভিন্ন বাজার এলাকাকে দিওয়াবিতে হামলার পাখির চোখ করে নিয়েছে জঙ্গিরা। এমনই দাবি করছে গোয়েন্দাদের রিপোর্ট। সেক্ষেত্রে, খান মার্কেট, চাঁদনি চক, অ্যাভিনিউ মার্কেটে রয়েছে অতন্দ্র প্রহরা।

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ভবন নিশানায়

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ভবন নিশানায়

শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির ভবনেও জঙ্গি হামলার ছক রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও কনাট প্লেস জঙ্গিদের নিশানায় থাকছে বলেও খবর। জইশ জঙ্গিরা, দিল্লির লক্ষ্মীনগর, আনন্দ বিহারকেও টার্গেটে রেখেছে বলে দাবি গোয়েন্দা সূত্রের।

২০০ টি পুলিশ স্টেশন হাই অ্যালার্টে

২০০ টি পুলিশ স্টেশন হাই অ্যালার্টে

দিল্লির ২০০ টি পুলিশ স্টেশন এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সজাগ রয়েছেন সাদা পোশাকের গোয়েন্দারাও। সবমিলিয়ে দিল্লি এখন নিরাপত্তার বর্মে ঢাকা।

জঙ্গি নাশকতার সতর্কবার্তার পরই রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করল কর্ণাটক পুলিশজঙ্গি নাশকতার সতর্কবার্তার পরই রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করল কর্ণাটক পুলিশ

English summary
This Diwali Delhi is under threat, terror threat for 400 places .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X