আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন আপ সাংসদ সঞ্জয় সিং
দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সাথে প্রাক-জোটের সম্ভাবনা খারিজ করলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। পাশাপাশি সদ্য সমাপ্ত হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের আশ্চর্যজনক উত্থানকে অস্বীকার করে আপ নেতা সিংহ বলেন দিল্লির পরিস্থিতি "সম্পূর্ণ আলাদা"।

তার কথায় কংগ্রেস দিল্লিতে এখন কোনোরকম আলোচনাতেই নেই কংগ্রেস। নির্বাচনী লড়াই শুধুমাত্র আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে। পাশাপাশি সোনিয়া গান্ধীর দল "প্রতিযোগিতাতেই নেই" বলে কটাক্ষ করতে দেখা যায় তাকে। এখানেই না থেমে তিনি আরও বলেন আপনারা আশেপাশে কান পাতলে কংগ্রেসের একটা মিটিং মিছিলও দেখতে পাবেন না।
অন্যদিকে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করে। যেখান বাকি ভোট যায় ভারতীয় জনতা পার্টির দখলে। যেখান কংগ্রেস একটিও আসন পায়নি। পুনরায় দিল্লিতে ক্ষমতা দখলে আশাবাদী আপ নেতা সঞ্চয় সিং বলেন, " মানুষ আমাদের কাজ দেখেছেন এবং তাতে তারা খুশিও হয়েছেন। তাই তারই প্রতিফলন আগামী বিধানসভা নির্বাচনে ঘটবে।"
'ঝাড়খণ্ডী অস্মিতা' বাড়াচ্ছে বিপদ! বেশ কিছু আসন হাতছাড়া হওয়ার আশঙ্কায় বিজেপি