For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবারে রয়েছেন ৯ জন সদস্য অথচ ভোট পেয়েছেন মাত্র ৫ টি! হেরে গিয়ে তুমুল কান্না প্রার্থীর, ভিডিও

লোকসভা নির্বাচন চলাকালীন তো অনেক বিরল ঘটনা শুনেছেন.. সবচেয়ে বেশি ভোটের রেকর্ড, সবচেয়ে কম ভোটের রেকর্ড, ভোট শেয়ারিং.. সমস্ত কিছুই খবরে উঠে এসেছে।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন চলাকালীন তো অনেক বিরল ঘটনা শুনেছেন.. সবচেয়ে বেশি ভোটের রেকর্ড, সবচেয়ে কম ভোটের রেকর্ড, ভোট শেয়ারিং.. সমস্ত কিছুই খবরে উঠে এসেছে। তবে এবার খবরে এমন এক প্রার্থীর কথা উঠে আসছে, যিনি সপ্তদশ লোকসভা ভোটের সমারোহে মাত্র ৫ টি ভোট পেয়েছেন।

পরিবারে ৯ জন সদস্য অথচ ভোট পেয়েছেন মাত্র ৫ টি! হেরে গিয়ে তুমুল কান্না প্রার্থীর, ভিডিও

পাঞ্জাবের নীতু শট্টেরনওয়ালা নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোট জুড়ে মোদী-সুনামির জেরে তিনি হেরেও গিয়েছেন। পেয়েছেন মাত্র ৫ টি ভোট। কিন্তু তাঁর দুঃখ ৫টি ভোট নিয়ে নয়। দুঃখ নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তাঁর পরিবারে ৯ জন সদস্য রয়েছেন। অথচ ভোট ৫ টি পেয়েছেন! নীতিপর দাবি তাঁর নিজের আত্মীয়রা তথা , পরিবারই তাঁকে ছুরি মেরে দিয়েছে পিছন থেকে।

পরিবারের এমন দ্বিচারিতার ঘটনায় ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন নীতু। তিনি ভাবতেই পারছেন না,যে ৯ জনের মধ্যে তাঁকে পরিবারের ৫ জন কী করে ভোট দিতে পারেন। তাঁর কান্না ভোটে হারা নিয়ে নয়, বরং পরিবারের এই বিশ্বাসঘাতকতায়। আপাতত তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে গোটা দেশ যখন ভোট অঙ্ক, হারের কারণ, জেতার কারণ নিয়ে ব্যস্ত, তখন নীতু কিন্তু তাঁর পরিবারের বিশ্বাসঘাতকদের চেনা নিয়ে ব্যস্ত।

English summary
Punjab candidate gets only 5 votes, says there are 9 members in his own family .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X