For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি নিয়ে কথা প্রশান্ত কিশোরের! ক'জন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা কেন্দ্রের, তুললেন জোরালো প্রশ্ন

এনআরসি নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভোট রণনীতি বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। বিষয়টি নিয়ে তিনি টুইট করেছেন।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের এনআরসি নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভোট রণনীতি বিশেষজ্ঞ তথা এনডিএ শরিক জেডিইউ-এর নেতা প্রশান্ত কিশোর। বিষয়টি নিয়ে তিনি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, দেশের ১৫-র বেশি মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী। সঙ্গে ভারতের ৫৫ শতাংশ জনসংখ্যাও। তাঁদের কজনের সঙ্গে এনআরসি নিয়ে কথা বলা হয়েছে, প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর।

রাজ্যসভায় অমিত শাহ

রাজ্যসভায় অমিত শাহ

বুধবার রাজ্যসভায় অমিত শাহ জানান, শুধু অসমেই নয়, সারা দেশেই এনআরসি চালু করা হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই ব্যবস্থা। তবে তা কোনও ধর্ম ভিত্তিক নয় বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি প্রতিবেশী, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈনদের নাগরিকত্ব দিতে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানো হবে।

মমতার চ্যালেঞ্জ

মমতার চ্যালেঞ্জ

মুর্শিদাবাদের সাগরদিঘির সভা থেকে অমিত শাহকে জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংসার মানুষদের কাছ থেকে কেউই নাগরিকত্ব কেড়ে নিতে পারবেন না। তাঁর সরকার ধর্মের ভিত্তিতে ভাগাভাগি বরদাস্ত করবে না, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, তারা কোনও ধরনের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেন না। বাংলায় এনআরসি চালু করতে তিনি দেবেন না, সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

'হিন্দুদের স্বার্থও সুরক্ষিত থাকবে না'

'হিন্দুদের স্বার্থও সুরক্ষিত থাকবে না'

অসমের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুরাও বাদ পড়বে না। এনআরসি হলে তাঁদের স্বার্থও সুরক্ষিত হবে না। কেননা অসমে ১৪ লক্ষ হিন্দুকে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রশান্ত কিশোরের প্রশ্ন

সারা ভারতে এনআরসি চালু করা নিয়ে অমিত শাহের কথার বিরোধিতায় টুইট করেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, দেশের ১৫-র বেশি মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী। সঙ্গে ভারতের ৫৫ শতাংশ জনসংখ্যাও। তাঁদের কজনের সঙ্গে এনআরসি নিয়ে কথা বলা হয়েছে, প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর।

English summary
Prashant Kishor questions NRC as 15 plus states with more than 55% population have non BJP CMs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X