For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে ২১ মিনিট ধরে বোমা বর্ষণে ১০০ শতাংশ সফল বায়ুসেনা! উচ্চপর্যায়ের বৈঠক মোদী-মন্ত্রিসভার

ঘড়ির কাঁটায় তখন ভোর রাত ৩:৩০ মিনিট। কাশ্মীরে পাক নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় যুদ্ধ বিমান ২০০০ এর ১২ বিমান গুঁড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড।

  • |
Google Oneindia Bengali News

ঘড়ির কাঁটায় তখন ভোর রাত ৩:৩০ মিনিট। কাশ্মীরে পাক নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় যুদ্ধ বিমান ২০০০ এর ১২ বিমান গুঁড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড। যে ঘটনায় ৩০০ জঙ্গির মৃত্যুর খবর উঠে আসছে বিভিন্ন সূত্রে। প্রায় ২১ মিনিট ধরে চলে বোমা বর্ষণ। মোট ১০০০ কেজির বোমা বর্ষণ হয় পাকিস্তানের মাটিতে। এদিকে এই ঘটনার পরই জাতীয় উপদেষ্টা অজিত জোভালকে সঙ্গে নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মোদী।

পাক মাটিতে জঙ্গি শিবির গুঁড়িয়ে ১০০ শতাংশ সফল বায়ুসেনা! উচ্চপর্যায়ের বৈঠক মোদী-মন্ত্রিসভার

পাকিস্তানের মাটিতে কিভাবে ভারত হামলা চালিয়েছে তার বিস্তারিত তথ্য এই বৈঠকে প্রধানমন্ত্রীকে দেওয়া হয় বলে খবর। জানা গিয়েছে এই সম্পর্কে মোদীকে বিস্তারিত জানান অজিত ডোভাল। বৈঠকে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সহ অনেকেই। সূত্রের খবর পাক মাটিতে হিজবুল সহ একাধিক জঙ্গি শিবিরকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

ভারতের দাবি,বায়ুসেনার এই হামলা ১০০ শতাংশ সফল। কারণ এই হামলায় ভারতের তরফে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সূত্রের খবর ,অজিত ডোভাল বৈঠকে জানিয়েছেন এই হামলা যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবেই ঘটেছে।আর তাতে সন্তুষ্ট গোটা টিম। উল্লেখ্যে পুলওয়ামায় ৪০ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনার ১২ দিনের মাথায় পাকিস্তানে পাল্টা হামলা চালায় ভারত।

English summary
Prime Minister Narendra Modi met with his top ministers in his cabinet committee on security at his home in Delhi amid reports that India had carried out pre-dawn air strikes on terror camps across the Line of Control on Tuesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X