For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেঁয়াজের শতরানে মাথায় হাত আম জনতার

Google Oneindia Bengali News

পেঁয়াজের শতরানে মাথায় হাত আম জনতার
নয়া দিল্লি, ২২ অক্টোবর : পেঁয়াজের সেঞ্চুরি!

আর শতরান করেই একেবারে খবরের শীর্ষে উঠে এল পেঁয়াজ।

মঙ্গলবার ভারতের বাজারে বছরের সর্বোচ্চ স্কোর করল মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় এই পণ্যটি। নয়া দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এদিন পেঁয়াজের দাম পৌছল ১০০ টাকা প্রতি কেজিতে। আর তাতে স্বভাবতই চক্ষু চড়কগাছ আম জনতার।

ইতিমধ্যেই দিল্লির পাশাপাশি ভোপালেও পেঁয়াজের দাম ১০০ টাকা প্রতি কেজিতে পৌছিয়েছে। সবচেয়ে উদ্বগজনক অবস্থা শ্রীনগরে। সেখানে দাম পৌছিয়েছে ১১০ টাকা প্রতি কেজিতে। জম্মু, চন্ডীগড়. লক্ষৌয় পেঁয়াজের দাম ছাড়াল ৮০ টাকা প্রতি কেজিতে। কলকাতা, বেঙ্গালুরু,মুম্বইয়ে পেঁয়াজের দাম যথাক্রমে ৭০, ৬০ ও ৬৫ টাকা কিলোতে পৌছিয়েছে।

এদিকে দাম নিয়ন্ত্রণ করতে পেঁয়াজের রপ্তানি সরকার বন্ধ করতে পারে বলেও সরকারি সূত্রে খবর। সর্বনিম্ন রপ্তানি মূল্য বাড়ার সম্ভাবনা না থাকায় সরকারকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পথ নিতে হতে পারে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। গত তিন মাস ধরে পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে সঙ্কট ক্রমশ চরম আকার ধারণ করছে বলেও মন্তব্য করেন তিনি। ইচ্ছাকৃতভাবে এই পেঁয়াজ সঙ্কট তৈরি করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও সরকারি তরফে জানানো হয়েছে।

English summary
Onion prices touch Rs 100 per kg
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X