For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালির আবহে নির্মলা সীতারমনের বড় ঘোষণা! 'ওয়ান নেশন, ওয়ান কার্ড' নিয়ে কী জানালেন অর্থমন্ত্রী

দিওয়ালিতে নির্মলা সীতারমনের বড় ঘোষণা! 'ওয়ান নেশন, ওয়ান কার্ড' স্কিম নিয়ে কী জানালেন অর্থমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বহু প্রতিক্ষিত স্টিমুলাস প্য়াকেজ এদিন ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন পর পর ১২ টি নতুন স্কিন দিওয়ালির আবহে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর আগে ১১ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠী প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ ঘোষণা করে। তারপর এদিন আসে নির্মলা সীতারমনের এই বার্তা।

ওয়ান নেশন, ওয়ান কার্ড নিয়ে বড় ঘোষণা

ওয়ান নেশন, ওয়ান কার্ড নিয়ে বড় ঘোষণা

এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ওয়ান নেশন ,ওয়ান কার্ড স্কিম দেশের ২৮ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিস্তৃত করা হল। এর হাত ধরে ৬৮.৮ কোটি মানুষ সুবিধা পেতে চলেছেন। এর সুবিধাভোগীরা ১ সেপ্টেম্বর থেকে ন্যাশনাল পোর্টেবিলিটির আওতায় আসছেন।

কোন কোন রাজ্য এর আওতায়

কোন কোন রাজ্য এর আওতায়

২৮ টি এলাকার মধ্যে রয়েছে ত্রিপুরা, বিহার, সিক্কিম, মিজোরাম, তেলাঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব। রয়েছে ত্রিপুরা, বিহার, হিমাচল প্রদেশ , দাদরা, নগর হাভেলি, দমন , দিউ, গুজরাত, উত্তরপ্রদেশ ঝাড়খন্ড,, রাজস্থান, জম্ু, কাশ্মীর, মনিপুর, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড।

ওয়ান নেশন ওয়ান কার্ড আসলে কী?

ওয়ান নেশন ওয়ান কার্ড আসলে কী?

দেশের যেকোনও রাজ্যের ফেয়ার প্রাইস শপ থেকে পরিযায়ী শ্রমিকরা যাতে একটি মাত্র কার্ডেই কেনাকাটা করতে পারেন অত্যাবশ্যকীয় জিনিস, তার সুযোগ রয়েছে ওয়ান নেশন ওয়ান কার্ড স্কিমের আওতায়। এতে খাদ্য সুরক্ষার বিষয়টি রেশনের মাধ্যমে সুনিশ্চিত করে সরকার।

২০১৩ সালের আইন

২০১৩ সালের আইন

ফুড অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩ র হাত ধরে এই স্কিম বাস্তবায়িত করে সরকার। এরফলে ৮১ কোটি ভারতীয় এই কার্ড ব্যবহারের সুযোগ পেয়েছেন। কেজি দরে ৩ টাকা চাল, কেডি দরে ২ টাকা গম, ও শস্য ১ টাকায় এক কেজিতে পাওয়ার সুবিধা দেয় এই কার্ড।

ছন্দে ফিরছে দেশের অর্থনীতি, বেড়েছে জিএসটি সংগ্রহের অর্থ, দীপাবলির আগে বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীরছন্দে ফিরছে দেশের অর্থনীতি, বেড়েছে জিএসটি সংগ্রহের অর্থ, দীপাবলির আগে বার্তা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

English summary
FM Nirmala Sitharaman Press Meet latest Updates ,One Nation, One Ration Card' scheme now in 28 states and UTs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X