For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে হঠাৎই ভোট দামামা! মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোন ইঙ্গিত শরদ-উদ্ধবের

Google Oneindia Bengali News

শুরু হয়েছে এনসিপির 'পরিবার সংবাদ যাত্রা'। আর এই কর্মসূচির ফলেই জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক আঙিনায়। তাহলে কি মরাঠা ভূমিতে মধ্যবর্তী নির্বাচন হতে চলেছে, উঠছে প্রশ্ন। এখনও উদ্ধবের নেতৃত্বাধীন সরাকরের তিন বছরেরও বেশি মেয়াদ বাকি। এই সময়ে শরদ পাওয়ার এবং জয়ন্তী পাটিলের রাজ্য জুড়ে প্রচার নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

মানুষের পাশে সবসময় থাকতে হবে

মানুষের পাশে সবসময় থাকতে হবে

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। এই আবহে এনসিপির এই 'প্রাচর' নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও এই বিষয়ে সাফাই দিয়েছেন জয়ন্তী। এদিন তিনি বলেন, 'আমাদের দলের সভাপতি শরদ পাওয়ার আমাদের সব সময় বলেছেন, যে নির্বাচন থাকুক না থাকুক, মানুষের পাশে সবসময় থাকতে হবে।'

কেন্দ্রের বাজেট নিয়ে কড়া সমালোচোনা

কেন্দ্রের বাজেট নিয়ে কড়া সমালোচোনা

এদিকে কেন্দ্রের বাজেট নিয়ে কড়া সমালোচোনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর বক্তব্য, বাজেট ভোটে জেতার তাস হতে পারে না, ৷ উল্লেখ্য, সোমবার ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে সংসদে। বাজেট পেশের পরই দেশের বিভিন্ন প্রান্তের বিরোধীরা কেন্দ্রের বাজেটের সমালোচনা করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন উদ্ধব ঠাকরে।

কেন্দ্রের বাজেট দেশের জন্য হওয়া উচিত, নির্বাচনের জন্য নয়

কেন্দ্রের বাজেট দেশের জন্য হওয়া উচিত, নির্বাচনের জন্য নয়

বাজেট নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রের বাজেট দেশের জন্য হওয়া উচিত, নির্বাচনের জন্য নয়। এটা নির্বাচনের বাজেট নয়, দেশের বাজেট।' শিবসেনা নেতা বলেন, 'গোটা দেশের নজর ছিল। বাজেট নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভিন্ন ভিন্ন প্রত্যাশা ছিল।'

বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাজেট

বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাজেট

উদ্ধব সাফ জানান, এই বাজেট তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে। আর সেই জন্যই দেশের মানুষের প্রত্যাশা ছুঁতে পারেনি এই বাজেট। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পশ্চিমবঙ্গ ও অসমের চা শ্রমিকেদের উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করেছেন।

<strong>এবার বেহালায় 'খেলা হবে'! শোভনকে টেক্কা দিতে অনুব্রত থেকে 'টোটকা' নিলেন পার্থ?</strong>এবার বেহালায় 'খেলা হবে'! শোভনকে টেক্কা দিতে অনুব্রত থেকে 'টোটকা' নিলেন পার্থ?

English summary
NCP president Sharad Pawar on statewide campaign, hinting mid term polls in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X