For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে বিজেপির হয়ে গুপ্তচরবৃত্তি পুলিশের! অভিযোগ তুলে তোলপাড় এনসিপির

মুম্বইয়ের হোটেল রেনেসাঁ যেন একটি দূর্গের চেহারা নিয়েছে। ক্রমাগত সেখানে বাড়ছে নিরাপত্তার ঘেরাটোপ। কারণ সেই হোটেলেই বসেছিল এনসিপি ও শিবসেনার হাইভোল্টেজ বৈঠক।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের হোটেল রেনেসাঁ যেন একটি দূর্গের চেহারা নিয়েছে। ক্রমাগত সেখানে বাড়ছে নিরাপত্তার ঘেরাটোপ। কারণ সেই হোটেলেই বসেছিল এনসিপি ও শিবসেনার হাইভোল্টেজ বৈঠক।

উল্লেখ্য, মহারাষ্ট্রে শিবসেনা- এনসিপির যাবতীয় অঙ্ককে ধরাশায়ী করে রাতারাতি বিজেপি সরকার গঠনের ডাক দেওয়ার পরই মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে বৈঠকে বসেন শিবসেনাও এনসিপির প্রধানরা। আর সেই হোটেলেই বৈঠক থেকে গুপ্তচরবৃত্তি করেছেনে পুলিশের কয়েকজন কর্তা , বলে অভিযোগ তুলেছে এনসিপি।

হাতেনাতে ধরা পুলিশ কর্তাকে!

হাতেনাতে ধরা পুলিশ কর্তাকে!

মহারাষ্ট্রের রেনেসাঁ হোটেলে যখন এনসিপির শরদ পাওয়ার ও শিবসেনার উদ্ধব ঠাকরে নিজেদের রণনীতি তৈরি করছিলেন বিধায়কদের সঙ্গে নিয়ে, সেই সময় সেখানে সাদা পোশাকে এক পুলিশকর্মীকে ঘোরাফেরা করতে দেখা যায়। আর তখনই তাঁকে সন্দেহের বশে ধরে ফেলেন এনসিপি সমর্থকরা।

পুলিশ কর্তাদের গুপ্তচরবৃত্তি বিতর্ক

পুলিশ কর্তাদের গুপ্তচরবৃত্তি বিতর্ক

এনসিপি সহ বিরোধীদের দাবি, বিজেপির হয়ে মহারাষ্ট্র পুলিশের বড়সড় কর্তারা গুপ্তচরবৃত্তি করছেন। আর তাঁরা কাজে লাগাচ্ছেন পুলিশ বিভাগের নিচু তলার কর্মীদের। এভাবেই এনসিপি-শিবসেনা বৈঠকে কী স্থির হচ্ছে তা সোজা খবর চলে যাচ্ছে বিজেপির কাছে। এমনই অভিযোগ এনসিপির।

এনসিপির বক্তব্য

এনসিপির বক্তব্য

এনসিপির তরফে বিধায়ক জিতেন্দ্র আওহাদ দাবি করেছেন, পুলিশকে যদি নির্দেশ না দেওয়া থাকে, তাহলে পুলিশ কিছুতেই এমন কাজ করবে না। ফলে এটা স্পষ্ট যে গেরুয়া শিবির থেকে পুলিশ নির্দেশ পেয়েই এমন কাজ করে চলেছে।

 ঘোড়া কেনাবেচা

ঘোড়া কেনাবেচা


বিজেপির বিরুদ্ধে এর আগে কংগ্রেস ও এনসিপি ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছে। কংগ্রেসের দাবি, নমী রিসর্টে তাদের দলের কয়েকজন বিধায়ককে হোটেল রুম বুক করে রেখে দিয়েছে বিজেপি। যা মহারাষ্ট্রের রাজনীতিতে অভূতপূর্ব।

নজরে আস্থাভোট, কোন পথে যাবে মহারাষ্ট্রের ছোট রাজনৈতিক দলগুলি?নজরে আস্থাভোট, কোন পথে যাবে মহারাষ্ট্রের ছোট রাজনৈতিক দলগুলি?

English summary
NCP accuses certain Maharashtra Police officer spying for BJP IN Renaissance Hotel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X