For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে ক্ষুব্ধ সেনা, এমভিএ জোটে পড়তে পারে ছেদ

Google Oneindia Bengali News

জোট সরকার ভেঙে গিয়েছে মহারাষ্ট্রে। আঘাদি জোটে অবস্থা শোচনীয় শিবসেনার। দল থেকে একাধিক বিধায়ক নেতা যোগ দিয়ে দিয়েছে শিন্ডে ক্যাম্পে। এর মধ্যেই আবার চাপ বেড়েছে এই জোটের। বিশেষজ্ঞরা বলছে অন্তত কাঁধে কাধ মিলিয়ে লড়াই করার জন্য একটু শক্তি প্রয়োজন। সেটুকুও বিরোধী হিসাবে থাকা মহাবিকাশ আঘাদি জোটের যেন আর হবে না। এমন সম্ভাবনার কারণ রাহুল গান্ধীর একটি মন্তব্য। যা তিনি করেন সাভারকারকে নিয়ে। আর সেটাই এই ক্ষয়িষ্ণু জোটের পক্ষে আরও বিপদে ঘণ্টা বাজিয়ে দিয়েছে। যদিও কংগ্রেস তা মানতে রাজি নয়।

সাভারকরকে নিয়ে করা মন্তব্য নিয়ে ক্ষুব্ধ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন। এরপর থেকেই তিনি জোর কদমে নেমে পড়েছেন রাজনীতিতে। ঘটনা হল রাহুলের সঙ্গে আদিত্য ঠাকরে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটেন ভারত জোড়ো যাত্রায়। তিনিও রাহুলের সাভারকর মন্তব্য নিয়ে একমত নন। স্পষ্ট এর বিরুদ্ধে বলে জানাচ্ছেন। এতেই জোট ভেঙে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে।

কী বলছেন সঞ্জয় রাউত?

কী বলছেন সঞ্জয় রাউত?

সেনা নেতা সঞ্জয় রাউত রাহুলের মন্তব্য নিয়ে বলেন যে, "রাহুল যে কথা বলেছেন তা একেবারেই ঠিক নয়। এটা আমরা সঠিক নয় বলেই মনে করছি এবং এটা গ্রহনযোগ্য নয়। কংগ্রেসের যে নেতা আছেন মহারাষ্ট্রে তাঁরাও রাহুলের এই মন্তব্যে সহমত পোষণ করছে না।"

কী বলেন রাহুল?

কী বলেন রাহুল?

আসলে রাহুল গান্ধী সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে, সাভারকর ইংরেজদের সগে হাত মিলিয়েছিলেন। তিনি ইংরেজদের চাকর হয়ে থাকবেন বলে দিয়েছিলেন তৎকালীন ভারত শাসন করা দেশকে। এছাড়াও রাহুল গান্ধী আরও বলেছিলেন যে, "তিনি এই যে জেল থেকে তাঁদের গোলাম হয়ে থাকার কথা বলছেন ইংরেজদের সেটা কারণ কী? এর কারন একটাই তিনি ভয় পেয়েছিলেন তাই এই কথা বলেছিলেন। "

 বিরক্ত শিবসেবা

বিরক্ত শিবসেবা

এই বিষয় নিয়ে ব্যাপকভাবে বিরক্ত শিবসেবা। উদ্ধব ঠাকরে বলেন যে, "রাহুল যা বলেছেন তাঁর সঙ্গে সহমত নই। আমরা সাভারকরকে সম্মান করি। ব্রিটিশদের থেকে ছিনিয়ে নেওয়া স্বাধীনতা বজায় রাখতেই হাতের সঙ্গে হাত মিলিয়েছিলাম। এও মন্তব্য একেবারেই ঠিক নয়।"

কী বলছেন বিশেষজ্ঞরা?

কী বলছেন বিশেষজ্ঞরা?

এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও শিবসেনা মূলত হিন্দুত্ববাদি সংগঠন। তাঁরা চরমপন্থি বললেও ভুল হয় না। এখন সুর নরম হলেও এক সময় তাঁদের হিন্দুত্ববাদের চড়া আওয়াজে মেতে থাকত মহারাষ্ট্র। আজ ক্ষমতা গিয়ে তাঁদের সুর নরম হলেও সেই ভাবনা চিন্তা যায়নি। আর সাভারকরকে নিয়ে তাই বলতেই তাঁরা উত্তেজিত হয়ে পড়েছে।

English summary
MVA alliance in danger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X