For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ-বিজেপি জোটের একটি শক্ত স্তম্ভ হলেন মমতা, বললেন কংগ্রেস নেতা অভিষেক সিংভি

অ-বিজেপি জোটের একটি শক্ত স্তম্ভ হলেন মমতা, বললেন কংগ্রেস নেতা অভিষেক সিংভি

  • |
Google Oneindia Bengali News

শেষ একবছরে কংগ্রেসের সঙ্গে দূরত্বই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০১৪-র পর থেকেই লোকসভায় মোদীর বিরুদ্ধে মহাজোট গঠন করার চেষ্টা করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে মোদী বিরোধী রাজনীতির অন্যতম বড় মুখও তিনি৷ ২০১৬ এবং ২০২১ এ পচিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শক্তহাতে মোদী ঝড় রুখে দিয়েছেন মমতা৷ যে ২০১৪ পর দেশের খুব খব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই করে দেখাতে পেরেছেন৷

দূরত্ব কমছে? মমতার প্রশংসা করলেন কংগ্রেস নেতা!

দূরত্ব কমছে? মমতার প্রশংসা করলেন কংগ্রেস নেতা!

২০২১ এর পর থেকেই তৃণমূল, টিম পিকে ও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচেষ্টায় নিজেকে লোকসভায় মোদীর সবচেয়ে বড় বিরোধী মুখ এবং বিজেপি-বিরোধী জোটের সভানেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় রয়েছেন৷ এবার যেন সেই চেষ্টাতেই আরও একটি হাওয়া দিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অভিষেক সিংভি৷ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাঁকে অ-বিজেপি জোটের একটি 'স্তম্ভ' বলেছেন সিংভি

টুইটে কী লিখলেন অভিষেক সিংভি?

টুইটে কী লিখলেন অভিষেক সিংভি?

তবে এখানেই থেমে যাননি সিংভি। তিনি মমতার বিজেপি বিরোধিতাকে 'সময়ের দাবি' হিসেবে বর্ণনা করে বুধবার টুইটে লিখেছেন, 'নন- বিজেপি জোট এবং বিরোধিতা এখন সময়ের দাবি। মমতা এটিরই একটি স্তম্ভ। ২০২৪ এ বিজেপিকে হারানোর প্রতিটি উপাদানের জন্য রাজ্যে রাজ্যে সমন্বিতভাবে প্রতিরোধ ও দুটি ভাগে ভোট বিভাজনের প্রয়োজন রয়েছে৷ বিজেপির সেরা জয়গুলি কখনই জনপ্রিয় ভোটের ৩৯ শতাংশ অতিক্রম করবে না৷ মমতা এবং অন্য সকলকে অ-বিজেপি দলকে একত্রিত করে অবিজেপি জোট গড়ে চাপ তৈরি করতে হবে৷

বিজেপি-বিরোধীদের চিঠি দিয়েছেন মমতা!

বিজেপি-বিরোধীদের চিঠি দিয়েছেন মমতা!

সম্প্রতি বহরমপুরের ঘটনা ও তারপর একাধিক বিষয় নিয়ে প্রতিটি বিজেপি বিরোধী দলকে চিঠি লিখেছেন মমতা। সেখানে তিনি দাবি করেছেন বিজেপি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করছে৷ এই চিঠির একদিন পরই সিংভির টিইট সাননে এসেছে৷ তবে সিংভি যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হোন না কেন, প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী কিন্তু এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে রাজী নন৷ উনি সংবাদমাধ্যমকে জানিয়েছেছেন, মমতা রাতে কি বলেন আর দিনে কী বলেন তার ঠিক থাকে না৷ উনি কখনও বলছেন কংগ্রেস শেষ। কখনও বলছেন সবাইকে এক হয়ে লড়তে হবে৷ আবার কখনও বলছেন বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে!

মমতা বলেছিলেন দেশে UPA বলে কোনও জোট নেই!

মমতা বলেছিলেন দেশে UPA বলে কোনও জোট নেই!

প্রসঙ্গত গত ডিসেম্বরে দিল্লি সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া কিংবা কংগ্রেসের অন্য কোন গান্ধীর সঙ্গে দেখা করেননি৷ উল্টে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বলেছিলেন দেশে ইউপিএ বলে কোনও জোটের অস্তিত্ব নেই৷ পাশাপাশি গোয়াতেও ভোট লড়তে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করার কথা ভাবেননি মমতা৷ স্বাভাবিকভাবেই আদৌও এই ২০২৪এর আগে বিজেপি-বিরোধী মমতা-কংগ্রেস জোট সম্ভব কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা!

সরকারি-বেসরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি কি বাড়ল, সংসদে কী বার্তা দিল মোদী সরকারসরকারি-বেসরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি কি বাড়ল, সংসদে কী বার্তা দিল মোদী সরকার

English summary
Mamata is a strong pillar of non-BJP alliance, says Congress leader Abhishek Singhvi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X