For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে ভারতের ঘরে ঘরে ফিরতে চলেছে ম্যাগি নুডলস!

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ অক্টোবর : দীর্ঘ চার মাস পরে দেশের তিনটি রাজ্যে ম্যাগির উৎপাদন চালু করেছে নেসলে ইন্ডিয়া। কর্ণাটকের নাঞ্জানগড়, পাঞ্জাবের মোগা ও গোয়ার বিচোলিমের প্লান্টে ম্যাগি উৎপাদন চালু হয়েছে। [বাজারজাত অন্য নুডলসেও মাত্রাতিরিক্ত সীসা : রিপোর্ট]

সংস্থার তরফে জানানো হয়েছে, অন্য রাজ্যগুলির সঙ্গেও এব্যাপারে কথা কথা চলছে। তাদের অনুমোদন পাওয়া গেলে অ্য রাজ্যেও শুরু হবে ম্যাগির উৎপাদন। অন্য রাজ্যগুলি কি সুযোগ-সুবিধা দিতে পারে সেব্যাপারে প্রাথমিক আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। ['ম্যাগি' জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে সিমেন্ট কারখানায়]

অবশেষে ভারতের ঘরে ঘরে ফিরতে চলেছে ম্যাগি নুডলস!

জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রথম তিনটি প্লান্টে উৎপাদিত ম্যাগির নমুনা বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ল্যাবরেটরিতে যাবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই সারা দেশে উৎপাদন শুরু করা হবে। [দেখে নিন ম্যাগির পর কোন সংস্থার খাদ্যপণ্য পরীক্ষায় বসতে চলেছে]

বম্বে স্টক এক্সচেঞ্জকেও জানানো হয়েছে, ছাড়পত্র পাওয়ার পরই তার বিক্রি সংক্রান্ত তথ্য শেয়ার বাজারের সঙ্গে যুক্ত করা হবে। এর আগে ম্যাগির উৎপাদন সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পরে বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে তথ্য তলব করা হয়েছিল ম্যাগি কর্তৃপক্ষের কাছে। [ম্যাগির পাশাপাশি আরও কিছু বিতর্কিত খাদ্যদ্রব্য]

প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা (এফএসএসএআই) ম্যাগিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে। ম্যাগির নমুনায় অতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট মেলায় এমন সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এরপরই বাজার থেকে নিজেদের অবিক্রিত ম্যাগির প্যাকেট তুলে নেয় নেসলে কর্তৃপক্ষ। বম্বে হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলাও করা হয়।

English summary
Maggi to be back: Nestle looks to resume Maggi production at all plants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X