For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দেখে নিন ম্যাগির পর কোন সংস্থার খাদ্যপণ্য পরীক্ষায় বসতে চলেছে

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ জুন : ম্যাগি বিতর্কের পর এবার সত্যিই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই।

ম্যাগির পর এবার নেসলে সহ সাতটি সংস্থার নুডলস, পাস্তা, ম্যাকারনির নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাগি বাদে নেসলের তৈরি ম্যাগি পাস্তার চারটি বিভিন্ন স্বাদের নমুনাও পরীক্ষা করার নির্দেশ দিয়েছে এফএসএসএআই। যদি এখানেও বেগতিক দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

কয়েকদিন আগে দেশজুড়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ম্যাগিকে। মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে শোকজ করা হয় ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলেকে। এবার বাজারের বাকী প্য়াকেটজাত খাদ্যদ্রব্যের উপরও কড়া নজর দিতে চাইছে কেন্দ্র। জানা গিয়েছে, এই নিয়ে সব রাজ্যের খাদ্য নিরাপত্তা কমিশনারকেও এফএসএসএআইয়ের তরফে চিঠি দেওয়া হয়েছে।

আসুন দেখে নেওয়া যাক কোন কোন কোম্পানির প্যাকেটজাত খাদ্যপণ্য রয়েছে এফএসএসএআইয়ের নজরে।

নেসলে ইন্ডিয়া

নেসলে ইন্ডিয়া

ম্যাগির পর নেসলেপ ৯ টি পণ্য এফএসএসএআইয়ের স্ক্যানারে রয়েছে।

রুচি ইন্টারন্যাশনাল

রুচি ইন্টারন্যাশনাল

রুচির তৈরি কোকা ইনস্ট্যান্ট ন্যুডলস রয়েছে তালিকায়।

আইটিসি

আইটিসি

আইটিসি-র তৈরি তিন ধরনের ন্যুডলস রয়েছে তালিকায়।

ইন্দো-নিশিন

ইন্দো-নিশিন

ইন্দো-নিশিনের তৈরি টপ র‌্যামেনও রয়েছে তালিকায়।

জিএসকে

জিএসকে

জিএসকে-র তৈরি ফুডলসও পরীক্ষা হবে।

সিজিএস ফুডস

সিজিএস ফুডস

সিজি ফুডসের তৈরি ন্যুডলস ল্যাব টেস্ট হবে।

এএ নিউট্রিশন

এএ নিউট্রিশন

এএ নিউট্রিশন সংস্থার তৈরি ইয়ামি চিকেন এবং ভেজেটেরিয়ান ন্যুডলসও রয়েছে তালিকায়।

English summary
After Maggi controversy, 7 fast food brands under FSSAI's scanner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X