For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিয়া ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

  • |
Google Oneindia Bengali News

এবার ক্যাম্পাসের মধ্যে কোনওরকম বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন নিষিদ্ধ করতে চলেছে জামিয়া মিলিয়া ইসলামিয়া কর্তৃপক্ষ। শনিবার একথা জানিয়েছে কর্তৃপক্ষ।

জামিয়ার ক্যাম্পাসের ভিতর নিষিদ্ধ হলো আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন


পাশাপাশি এই নিয়মের অন্যথা হলে পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কোনও বহিরাগত ঢুকে যাতে বিশ্ববিদ্যালয়ের “শান্তি” কোনওভাবে বিঘ্নিত করতে না পেরে সে বিষয়েও ছাত্রছাত্রীদের সচেতন করা হয়েছে।

জামিয়ার রেজিস্ট্রার এই প্রসঙ্গে একটি সরকারি আদেশনামায় বলেন, “জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে কেন্দ্রীয় ক্যান্টিনের আশেপাশে বা অন্য কোথাও একাডেমিক কার্যক্রমে অসুবিধা ও বিঘ্ন সৃষ্টি করার মতো যে কোনও প্রতিবাদ সভা, আন্দোলন, বক্তৃতা এবং জনসমাগম বা যে কোনও অবৈধ কর্মকাণ্ড এখন থেকে আর অনুমোদিত নয়। "

এই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আগামীতে শিক্ষার্থীরা পরীক্ষা এবং ক্লাস পরিচালনার জন্য ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সক্রিয়ভাবে সহযোগিতা করবে বলে আশা করছেন রেজিস্ট্রার।

পাশাপাশি তিনি আরও বলেন, " পাশাপাশি তারা এও আশা করেন যে ক্যাম্পাসে কোনও বহিরাগত প্রবেশ করলে অবিলম্বে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে পড়ুয়ারা। এরপরেও আগামীতে যদি এই ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

English summary
Jamia Campus, campus ban protests, shootings on campus, Jamia registrar statement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X