For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত সংঘাতের আবহেই আমেরিকার থেকে প্রচুর গোলাবারুদ কিনতে চলেছে ভারত

চিন-ভারত সংঘাতের আবহেই আমেরিকার থেকে প্রচুর গোলাবারুদ কিনতে চলেছে ভারত

  • |
Google Oneindia Bengali News

ভারত-চিন যুদ্ধ সম্ভাবনার মধ্যেই এবার আরও সামরিক ক্ষমতা বাড়াতে চাইছে ভারত। ইতিমধ্যেই অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে সেনার জন্য ৫০০ কোটির জরুরি তহবিল মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, এই খাতেই বর্তমানে আমেরিকার থেকে এম ৭৭৭ হাউত্‍জার বন্দুকের জন্য আরও প্রচুর পরিমাণ গোলাবারুদ অর্ডার দিতে চলেছে ভারত। এর আগে গতবছর বালকোট অপারেশনের পরে মে-জুন নাগাদ ভারত শেষ এই বন্দুকের গোলাবারুদের অর্ডার দিয়েছিল বলে জানা যাচ্ছে।

চিন-ভারত সংঘাতের আবহেই আমেরিকার থেকে প্রচুর গোলাবারুদ কিনতে চলেছে ভারত

এই এম ৭৭৭ হাউত্‍জার বন্দুক মূলত 'মেক ইন ইন্ডিয়া'রই ফসল। এর আগে বিএই সিস্টেম-কে ১৪৫ টি এম ৭৭৭ হাউত্‍জার বন্দুক তৈরির বরাত দিয়েছিল ভারতীয় সেনা। মহীন্দ্রার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেই বন্দুক তৈরি করেছে বিএই সিস্টেম। মহীন্দ্রা ডিফেন্স ফ্যাসিলিটিতেই তৈরি হয়েছে এই অত্যাধুনিক সমরাস্ত্র। এর আগে শুধুমাত্র আমেরিকা ও ব্রিটেনের কাছে ছিল এই এম ৭৭৭ হাউত্‍জার বন্দুক। পূর্ব লাদাখ সীমান্তে ভারতীয় সেনার ক্ষমতা বৃদ্ধি করতেই এই বিশেষ বন্দুকের ব্যবহার বাড়াতে চাইছে সরকার।

সূত্রের খবর, এম ৭৭৭ হাউত্‍জার বন্দুকটি ১৫৫ এমএম ৩৯ ক্যালিবারের বন্দুক, যার শ্যুটিং রেঞ্জ প্রায় ২৪ কিলোমিটার। টানা দু মিনিট ধরে প্রতি মিনিটে পাঁচ রাউন্ড গুলি চালাতে সক্ষম ভারতীয় সেনার এই বিশেষ সমরাস্ত্র। বর্তমানে শত্রুপক্ষকে রণক্ষেত্রে কাহিল করতে বন্দুকেরও প্রচুর গোলাবারুদ আমেরিকার থেকে কিনতে চাইছে ভারত। এদিকে গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যকায় দখলদারি নিয়ে ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর থেকেই ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। একাধিক আলোচনার পরেও এখনও কোনও সমাধানের পথে আসতে পারেনি দুই দেশই।

হিমালয়ে দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখে ভারতীয় সেনা, চিনের চাপ বাড়াল রিপোর্টহিমালয়ে দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখে ভারতীয় সেনা, চিনের চাপ বাড়াল রিপোর্ট

{document1}


English summary
India is going to buy a lot of ammunition from America in the midst of Sino-Indian conflict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X