For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Recruitment 2023: Indian Navy-তে মহিলাদের চাকরির ক্ষেত্রে দারুন সুযোগ, কীভাবে আবেদন রইল

পুরুষদের তুলনায় কোনও অংশে কম নয় মহিলারা! একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সব জায়গা। আর তা সে বাড়িতে হোক কিংবা দেশের সুরক্ষার ক্ষেত্রে।

  • |
Google Oneindia Bengali News

Indian Navy Recruitment 2023: পুরুষদের তুলনায় কোনও অংশে কম নয় মহিলারা! একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সব জায়গা। আর তা সে বাড়িতে হোক কিংবা দেশের সুরক্ষার ক্ষেত্রে। এমনকি মহিলাদের জন্যে দারুন সুযোগ ভারতীয় নৌবাহিনীর (Indian Navy)। একেবারে চ্যালেঞ্জিং একটা চাকরি সুযোগ।

এই চাকরির জন্যে কোনও লিখিত (Recruitment 2023) পরীক্ষা দিতে হবে না। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে (Indian Navy Recruitment) আলোচনা করা হল।

পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন

পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন

ভারতীয় নৌবাহিনীর এসএসসি এগজিকিউটিভ শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে নৌবাহিনীর তরফে বিজ্ঞপ্তি (Indian Navy Recruitment 2023) দেওয়া হয়েছে। এই পদের জন্যে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তবে এই শূন্যপদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_19_2223b.pdf - ক্লিক করতে বলা হয়েছে।

মোট ৭০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

মোট ৭০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

বলে রাখা প্রয়োজন, মোট ৭০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজ শনিবার ২১ জানুয়ারি থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে ভারতীয় নৌবাহিনীর সরকারি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এজন্যে এই joinindiannavy.gov.ইন - লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই শূন্যপদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী পাঁচ ফেব্রুয়ারি। এরপর আর গ্রাহ্য হবে না কোনও আবেদন।

যোগ্যতা

যোগ্যতা

এই বিষয়ে ভারতীয় নৌবাহিনীর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি (Indian Navy Recruitment 2023) দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী নুন্যতম ৬০ শতাংশ অঙ্কের সঙ্গেই MSc/ BE/ B Tech/ M Tech কিংবা MCA with BCA/BSc ডিগ্রি থাকতেই হবে আবেদনকারীকে। এছাড়াও এনসিসি করা থাকলে এই সমস্ত আবেদনকারীকে বেশ কিছু ক্ষেত্রে সুযোগের কথা বলা হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়েই এই পদের জন্য আবেদন করতে হবে।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

এজন্য কোনও পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে। নির্ধারিত ডিগ্রি প্রাপ্ত অঙ্কের নাম্বারের ভিত্তিতে আবেদনকারীদের নামের একটি তালিকা শর্টলিস্ট করা হবে প্রথমে। এরপর প্রার্থীদের এসএসবি ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। SSB-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। এমনটাই জানা জাছে।

English summary
Recruitment in indian navy, huge scope for women, know how to apply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X