For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রপ্তানি বন্ধ করল ভারত, বিশ্বব্যাপী বাড়ছে গমের দাম

রপ্তানি বন্ধ করল ভারত, বিশ্বব্যাপী বাড়ছে গমের দাম

  • |
Google Oneindia Bengali News

ইউরোপের বাজার খোলার সঙ্গেই দাম টন প্রতি ৪৫৩ ইউরো (৪৫৩ ডলার) এ পৌঁছেছে। বিশ্বের সর্ববৃহৎ গম উৎপাদনকারী দেশগুলির একটি হল ইউক্রেন৷ রাশিয়া ফেব্রুয়ারী মাসে ইউক্রেনের কৃষি শক্তি হাউস আক্রমণের পর থেকে জোগানে ঘাটতির আশঙ্কায় বিশ্বব্যাপী গমের দাম বেড়েছে। ইউক্রেন থেকেই আগে বিশ্ব ১২ শতাংশ রপ্তানী ছিল।

কেন রপ্তানি বন্ধ করতে চায় ভারত?

কেন রপ্তানি বন্ধ করতে চায় ভারত?

চলতি বছরে সারের ঘাটতি এবং দুর্বল ফসলের কারণেও গমের চাহিদার তুলনায় যোগান কম৷ একই সঙ্গে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দরিদ্র দেশগুলিতে দুর্ভিক্ষ ও সামাজিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। যা বিশ্বের অযতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য গমের চাহিদা ও যোগানের পার্থক্যে প্রভাব ফেলছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ। সম্প্রতি ভারত পক্ষ গম রপ্তানি নিষিদ্ধ করছে। দিল্লি জানিয়েছে কম উৎপাদন এবং তীব্রভাবে বিশ্বে গমের মূল্যবৃদ্ধিতে ১.৪ বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তা তৈরি হয়েছে। ১৩ মে জারি করা নির্দেশের আগে রপ্তানি চুক্তি সম্মত হয়েছিল ভারত৷ তবে আগামী সময়ে পরিস্থিতি বিবেচনা করে গম রপ্তানি করতে পারে ভারত৷ তবে সেক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন হবে৷

ভারতের সিদ্ধান্তের সমালোচনা ৭টি শিল্পোন্নত দেশের!

ভারতের সিদ্ধান্তের সমালোচনা ৭টি শিল্পোন্নত দেশের!

সংবাদমাধ্যমের খবর আপাতত নিষিদ্ধ করলেও অল্প পরিমানে রপ্তানিতে সম্মত হতে ভারত৷ যদি কোনও দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের দেশের খাদ্য সংকট মেটাতে নয়াদিল্লিকে অনুরোধ করে। ভারতে এখন গমের স্টক রয়েছে। কিছুদিন আগেই দেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতে মজুদ গম ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহের কিছু ঘাটতি পূরণে সহায়তা করতে পারবে, এবং এতে প্রস্তুত। ভারতের এই গম রপ্তানিতে নিষেধাজ্ঞাকে সাতটি শিল্পোন্নত দেশগুলির গ্রুপ তীব্র সমালোচনা করেছে, তাদের বক্তব্য এই ধরনের পদক্ষেপগুলি পণ্যের দাম বৃদ্ধির সঙ্কট পরিস্থিতিকে আরও খারাপ করবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব!

দুটি করোনা ওয়েভ সামলানোর পরই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন করে বিশ্বে অস্থিরতা তৈরি করেছে৷ এরকম অবস্থায় ইউক্রেনের শস্যভান্ডারে রাশিয়ার আক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে৷ ইউক্রেন থেকে গম সহ বিভিন্ন শস্যের রপ্তানি বন্ধ হওয়ার ফলে সমস্যা আরও জটিল হয়েছে৷ যা বিশ্ব বাজারে গমের মূল্যকে উচ্চতায় নিয়ে গিয়েছে৷

'নেপালের সঙ্গে বন্ধুত্ব কখনও ক্ষুণ্ণ হবে না' বুদ্ধ পূর্ণিমার পূণ্যতিথিতে লুম্বিনীতে বার্তা প্রধানমন্ত্রী মোদীর'নেপালের সঙ্গে বন্ধুত্ব কখনও ক্ষুণ্ণ হবে না' বুদ্ধ পূর্ণিমার পূণ্যতিথিতে লুম্বিনীতে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

English summary
India halts exports, wheat prices rise worldwide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X