For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাগলের মতো ডাকা বন্ধ করুন, তীব্র ভাষায় বিজেপি নেতাদের আক্রমণ শিবসেনার

ছাগলের মতো ডাকা বন্ধ করুন, তীব্র ভাষায় বিজেপি নেতাদের আক্রমণ শিবসেনার

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের রাজনীতি যত জটিল হচ্ছে, শিবসেনার লড়াইয়ের হুমকি ততই তীব্র হচ্ছে। লড়াই থেকে তারা সরে দাঁড়াবে না। প্রয়োজনে রাস্তায় নেমে লড়াই করতে প্রস্তুত বলে শিবসেনা আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবার দলের রাজনৈতিক সঙ্কটের জন্য শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বিজেপিকে দায়ী করলেন। বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'ছাগলের মতো ম্যা ম্যা করা বন্ধ করুন।'

কী বললেন সঞ্জয় রাউত

কী বললেন সঞ্জয় রাউত

বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্য করে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের জনগণের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। শিব সেনার সদস্যরা এখনও রাস্তায় নামেননি। শিব সৈনিকরা রাস্তায় নামলে আগুন জ্বলতে শুরু করবে। এরপরেই বিজেপি নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, 'ছাগলের মতো ডাকা বন্ধ করুন। শুক্রবার রাতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের সময় অসম থেকে ১০ জন বিধায়ক ফোন করেছিলেন। তাঁরা পাশে থাকার বার্তা দিয়েছেন।'

এরপর সরাসরি আস্থা ভোটের ডাক দেন সঞ্জয় রাউত। বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'আস্থা ভোটে যোগ দিন। তখনই দেখা যাবে কে বেশি শক্তিশালী।' শিবসেনার বিদ্রোহী বিধায়কদের টাকা দিয়ে বিজেপি কিনেছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে রাউত বলেন, 'শিবসেনাকে টাকা দিয়ে ভাঙা যাবে না। আমাদের দল অনেক বড়। টাকা দিয়ে আমাদের দলকে অপহরণ করা যাবে না। এই দল আমাদের রক্ত দিয়ে তৈরি। এই দলের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি।'

আরও কী বললেন সঞ্জয় রাউত

আরও কী বললেন সঞ্জয় রাউত

শিবসেনার মুখপাত্র বলেন, দলের মধ্যে থাকা নেতা, কর্মী ও বিধায়াকদের মধ্যে বিদ্রোহীদের নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে। পাশাপাশি সতর্ক করে তিনি বলেন, শিব সৈনিকরা এখনও রাস্তায় নামেননি। তাঁরা রাস্তায় নামলে আগুন জ্বলতে শুরু করবে। সেই আগুন সহজে নিভবে না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরছেন না বলেও তিনি সাফ জানিয়ে দেন। মহা বিকাশ আঘাদি সরকার তাদের আরও আড়াই বছরের মেয়াদ সম্পূর্ণ করবে বলেও তিনি আত্মবিশ্বাসী। অন্যদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বাসভবন ছেড়েছেন। কিন্তু তিনি লড়াই ছাড়েননি।

বিদ্রোহীদের ওপর চাপ বাড়াচ্ছেন উদ্ধব ঠাকরে

বিদ্রোহীদের ওপর চাপ বাড়াচ্ছেন উদ্ধব ঠাকরে

ক্রমে দলের বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে উদ্ধব ঠাকরে। সূত্রের খবর, উদ্ধব ঠাকরের সরকার বিদ্রোহী বিধায়কদের পরিবারের ওপর নিরাপত্তা সরিয়ে নিতে শুরু করেছে। খবর পৌঁছতেই বিদ্রোহী বিধায়কদের চিন্তার পারদ চড়তে শুরু করেছে। একেই রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারমধ্যে পরিবারের ওপর থেকে নিরাপত্তা সরিয়ে নিলে যে কোনও মুহূর্তে হামলা হতে পারে। চিন্তিত শিন্ডে ইতিমধ্যে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়াসলে পাটিল ও মহারাষ্ট্র পুলিশের ডিজিকে উদ্বেগ জানিয়ে চিঠি লিখেছেন। তিনি জানিয়েছে, তাঁদের পরিবারের ওপর যে কোনও মুহূর্তে কংগ্রেস ও এনসিপির গুণ্ডারা হামলা করতে পারে। পরিবারের ওপর থেকে নিরাপত্তা সরানোর সিদ্ধান্ত সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

ভাগ হতে বসেছে শিবসেনা, ঠাকরের দল থেকে নিজেদের আলাদা করছেন শিন্ডেরাভাগ হতে বসেছে শিবসেনা, ঠাকরের দল থেকে নিজেদের আলাদা করছেন শিন্ডেরা

English summary
In Political crisis of Maharashtra Sanjay Raut Slam BJP leaders that stop bleating like a goat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X