For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক সপ্তাহে তিন বার! আবারও হুমকি চিঠি পেলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর, উদ্বেগ বাড়ছে দিল্লি পুলিশের

ফের একবার হুমকি চিঠে পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এবার- দুবার নয়, এক সপ্তাহে এই নিয়ে পরপর তিনবার এমন চিঠি পেলেন গৌতম গম্ভীর। এর আগে কয়েক ঘণ্টার তফাতে পরপর দুটি চিঠিতে হুমকি দেওয়া হয়েছিল গম্ভীরকে

  • |
Google Oneindia Bengali News

ফের একবার হুমকি চিঠে পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এবার- দুবার নয়, এক সপ্তাহে এই নিয়ে পরপর তিনবার এমন চিঠি পেলেন গৌতম গম্ভীর। এর আগে কয়েক ঘণ্টার তফাতে পরপর দুটি চিঠিতে হুমকি দেওয়া হয়েছিল গম্ভীরকে। পাকিস্তানকে সেই চিঠি এসেছিল বলেই দাবি গোয়েন্দাদের।

হুমকি চিঠি পেলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর,

এবার ফের চিঠি আসায় নিরাপত্তা নিয়ে বাড়ল উদ্বেগ। রবিবার দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, বিজেপি সাংসদের যে চিঠি এসেছে, তা পাঠানো হয়েছে আইএসআইএস কাশ্মীরের তরফ থেকে। চার দিনের মধ্যে এই নিয়ে তৃতীয় চিঠি পেলেন গম্ভীর। রবিবারই এই চিঠি পাঠানো হয়েছে, আর সেই চিঠিতে দিল্লি পুলিশের কথা উল্লেখ করা হয়েছে।

গত বুধবারই প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর দিল্লি পুলিশকে জানিয়েছিল যে তাঁকে চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেই সময়ও চিঠি এসেছিল আইএসআইএস কাশ্মীরের তরফ থেকে। এই সংক্রান্ত একটি এফআইআরও দায়ের করা হয়। গৌতম গম্ভীরের বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুন।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারকে লেখা চিঠিতে গৌতম গম্ভীর জানান, তাঁকে লেখা চিঠিতে বলা হয়েছে, আমরা আপনাকে ও আপনার পরিবারকে মেরে ফেলতে চাই। বিজেপি সাংসদ, তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে খুনের হুমকি দিয়ে পাঠানো ইমেলগুলি পাকিস্তান থেকে এসেছে বলে জানান গোয়েন্দারা। এরপরই গম্ভীরের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ন'টায় প্রথম ইমেলটি পেয়েছিলেন গৌতম গম্ভীর।

সেখানে লেখা ছিল, "আমরা আপনাকে এবং তোমার আপনার মেরে ফেলব।" এর ঠিক কয়েক ঘণ্টা পর বুধবার দুপুর আড়াইটে নাগাদ দ্বিতীয় হুমকি ইমেলটি পান গম্ভীর। যেখানে লেখা ছিল, "আমরা আপনাকে হত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু গতকাল আপনি বেঁচে গেলেন। নিজের জীবন এবং পরিবারকে যদি ভালবাসেন, তাহলে রাজনীতি এবং কাশ্মীর সমস্যা থেকে দূরে সরে থাকুন।"

এরপরই গম্ভীরের ব্যক্তিগত সচিব গৌরব অরোরা স্থানীয় থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করেন। তিনি জানিয়েছেন, দ্বিতীয় ইমেলের সঙ্গে তাঁর বাড়ির ছবিও পাঠানো হয়। আর সেটা এসেছে কাশ্মীরের আইএসের তরফ থেকে।

দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গুগলের কাছে ওই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। গুগলের তরফে জানানো হয়েছে, সেটি পাকিস্তান থেকে এসেছে। আইপি অ্যাড্রেসও পাকিস্তানের। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনার আরও তদন্ত করা হবে। দিল্লি পুলিশের স্লিপার সেলও এই ঘটনার তদন্ত করছে। এরই মধ্যে ফেল এল চিঠি।

English summary
Gautam Gambhir gets threat email again from ISIS kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X