For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লং মার্চে নয়া প্রযুক্তি! সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করতে বামেরা দেখাল আন্দোলনের অভিনব পন্থা

মুম্বই শহরে আসা সিপিএমের কৃষকসভার লং মার্চে অংশ নেওয়া কৃষকরা খাবার এবং জলের ব্যবস্থা করার পাশাপাশি অপর একটি কাজ করেছিলেন। তাঁরা নিজেদের মোবাইল চার্জ দেওয়ার বন্দোবস্ত করেছিলেন নিজেরাই।

  • |
Google Oneindia Bengali News

নাসিক থেকে মুম্বই। প্রায় ১৮০ কিমির লং মার্চ। মুম্বই শহরে আসা সিপিএমের কৃষকসভার লং মার্চে অংশ নেওয়া কৃষকরা খাবার এবং জলের ব্যবস্থা করার পাশাপাশি অপর একটি কাজ করেছিলেন। তাঁরা নিজেদের মোবাইল চার্জ দেওয়ার বন্দোবস্ত করেছিলেন নিজেরাই। মিনি সোলার প্যানেলের সাহায্যে।

লং মার্চে নয়া প্রযুক্তি! বামের দেখাল আন্দোলনের নয়া 'পথ'

প্রায় ৩৫ হাজার কৃষক তাঁদের অভাব অভিযোগ তুলে ধরতে মুম্বই এসেছিলেন। তাঁরা এসেছিলেন গ্রামীণ মহারাষ্ট্রে তাঁদের অবস্থা তুলে ধরতে। নাসিক থেকে কৃষকদের যাত্রা শুরু হয়েছিল মঙ্গলবার। যা শেষ হয় রবিবার। সোমবার কৃষক নেতৃত্ব কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে।

লং মার্চে নয়া প্রযুক্তি! বামের দেখাল আন্দোলনের নয়া 'পথ'

কৃষকদের সেই ভীড়ে পাওয়া গেল অন্য ছবি। অনেক কৃষকের মাথাতেই দেখা গিয়েছে মিনি সোলার প্যানেল। যা প্রখর রোদে বড় টুপির মতো কাজ করেছে। যার থেকে ছয়দিনের এই যাত্রায় কৃষকরা তাদের মোবাইল চার্জ করেছেন। অনেক কৃষক তাদের সহযাত্রীকে মিনি সোলার প্যানেল দিয়ে মোবাইল চার্জ করতে সাহায্যও করেছেন। কৃষকরা জানিয়েছেন, আধঘণ্টা মিনি সোলার প্যানেল চার্জ করলেই মোবাইল চালানো যায় বেশ কয়েক ঘণ্টা। আর একটি মিনি সোলার প্যানেল থেকে একই সঙ্গে চার থেকে পাঁচটি ফোন চার্জ করা যায়।

English summary
Farmers in Long March in Maharashtra uses mini solar panels to charge their mobiles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X