For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল ক্ষমতায় এলে দিল্লিবাসী ৬০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ পাবে, প্রতিশ্রুতি কংগ্রেস নেতার

দল ক্ষমতায় এলে দিল্লিবাসী ৬০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ পাবে, প্রতিশ্রুতি কংগ্রেস নেতার

Google Oneindia Bengali News

নতুন বছরের গোড়াতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। কংগ্রেসের দিল্লি ইউনিটের সভাপতি সুভাষ চোপড়া বুধবার দিল্লিবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তবে বিনামূল্যে ৬০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে।

দল ক্ষমতায় এলে দিল্লিবাসী ৬০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ পাবে, প্রতিশ্রুতি কংগ্রেস নেতার


ওয়াজিরপুরে এক প্রকাশ্য জনসভায় চোপড়া বলেন, '‌আপনি (‌অরবিন্দ কেজরিওয়াল)‌ বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার কথা বলেছিলেন। যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে দিল্লিবাসীকে তারা ৬০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে। আমি এটা নির্বাচনের জন্য বলছি না। এটা আপনাদের টাকা তাই আপনাদের এটা পাওয়া দরকার।’‌ কংগ্রেস সরকারের আমলে দিল্লিতে বিদ্যুৎ চোরদের রমরমা অনেক নিয়ন্ত্রণে ছিল, দলের প্রশংসা করে সুভাষ চোপড়া দাবি করেছেন, অতীতে বিদ্যুত চুরি প্রায় ৬৭ শতাংশ ছিল এবং কংগ্রেস সরকারের সময়কালে তাদের নিরলস প্রচেষ্টায় এটিকে কমিয়ে ২৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তিনি বলেন, '‌এখন সেটা ৭ শতাংশে দাঁড়িয়েছে। এক শতাংশ বিদ্যুৎ চুরি মানে একশো কোটির লোকসান।’‌ ছোট ছোট বিক্রেতাদেরও কংগ্রেস নেতা প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন যে যদি তারা ক্ষমতায় আসেন তবে ক্ষুদ্র দোকানদারদের জন্য বিদ্যুতের বাণিজ্যিক চার্জ মকুব করা হবে। তিনি বলেন, '‌কংগ্রেস ক্ষমতায় আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাণিজ্যিক চার্জ দিতে হবে না। আমরা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব করব।’‌

অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের এই মন্তব্যের পর টুইট করে জানান যে তিনি খুব খুশি যে অন্য রাজনৈতিক দলগুলিও আপের ভালো কাজগুলিকে গ্রহণ করেছে। অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসকে কটাক্ষ করে জানান যে তারা আগে তাদের ক্ষমতাধীন রাজস্থান, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে বিভিন্ন প্রকল্পগুলিকে বাস্তবায়িত করে দেখাক, তারপর দিল্লিবাসীকে প্রতিশ্রুতি দিক। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০টি আসন বিশিষ্ট দিল্সলি বিধানসভায় আপ ৬৭টি আসনে জয়ী হয়েছিল। বিজেপি পেয়েছিল বাকি তিনটি আসন এবং কংগ্রেসের ঝুলি ছিল শূণ্য।

English summary
Delhi CM, Arvind Kejriwal tweeted that he is delighted that other parties are adopting AAP’s good work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X