For Quick Alerts
For Daily Alerts

করোনার ধাক্কায় এবার বাড়ানো হল আধার, প্যান সংযোগের সময়সীমাও
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন ঘোষণা করেছেন প্যান ও আধার সংযোগের সময়সীমা বাড়ানোর কথা। ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ঠিল ৩১ মার্চ পর্যন্ত।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন ঘোষণা করেছেন প্যান ও আধার সংযোগের সময়সীমা বাড়ানোর কথা। ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ঠিল ৩১ মার্চ পর্যন্ত।

এখনও পর্যন্ত যাঁরা প্যান ও আধার সংযোগ করেননি, তাঁরা কিছু সময় পেলেন করোনা নিয়ে আতঙ্কের মধ্যে। আধারের সঙ্গে প্যান যুক্ত না করলে তা নিষ্ক্রিয় হয়ে পড়বে বলেও জানানো হয়েছিল।
Recommended Video

দিলীপের মুচমুচে মন্তব্যই কি রাজ্য বিজেপির জনপ্রিয়তার বড়ো কারণ?
এর আগে ২০২০-র ১৩ ফেব্রুয়ারি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফে জানানো হয়েছিল, প্যান নিষ্ক্রিয় করার কথা। যার অর্থ নির্দিষ্ট কোনও ব্যক্তির কাছে প্যান কার্ড থাকলেও, তা যদি আধারের সঙ্গে যুক্ত না করে থাকেন, তাহলে তা কোনও ব্যক্তির কাছে প্যান কার্ড না থাকার মতো হয়ে পড়বে। সেই ব্যক্তি কোনও রকমের অর্থনৈতিক লেনদেন করতে পারবেন না।
Comments
English summary
Deadline to link PAN with Aadhaar has been extended to June 30, 2020
Story first published: Tuesday, March 24, 2020, 16:18 [IST]