For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থমথমে মাধববাড়ি! তদন্তের দাবিতে সরব বিভিন্ন সংগঠন

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার থমথমে জিরানিয়ার মাধববাড়ি এলাকা।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার থমথমে জিরানিয়ার মাধববাড়ি এলাকা। সিপিএম-এর তরফ থেকে মঙ্গলবারের ঘটনার নিন্দা করা হয়েছে। এদিকে মঙ্গলবারের গুলি চালনার ঘটনায় ক্ষুব্ধ উপজাতি সংগঠন আইপিএফটি এবং আইএনপিটি। মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয় উপজাতি যুবকের গুলি লাগে বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, তারা শূন্যে গুলি চালিয়েছিল। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে বিজেপি বিরোধী প্রায় সবকটি দল।

 থমথমে মাধববাড়ি! তদন্তের দাবিতে সরব বিভিন্ন সংগঠন

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মঙ্গলবারের ঘটনার তদন্ত দাবি করেছেন। রাজ্য সিপিএম-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ঘটনায় উস্কানি দিয়েছে বিজেপি কর্মীরা। বিজেপি-আইপিএফটি সরকারের পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস অবস্থা নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে গুলি চালানোর ঘটনা ঘটে। আহত ছয় যুবক আগরতলার জিবি পন্থ হাসপাতালে ভর্তি। সিপিএম-এর তরফে পুলিশের গুলি চালনার নিন্দা করা হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইপিএফটি, আইএনপিটি, আইপিএফটি(তিপ্রাহা) এবং টিআইপিটি মঙ্গলবার মাধববাড়িতে পুলিশি তৎপরতার নিন্দা করেছে। ত্রিপুরা ইন্ডিজেনাস পিপলস ফ্রন্টের সভাপতি অনন্ত দেববর্মা মাধববাড়িতে মঙ্গলবারের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ পুলিশের গুলি চালনার নিন্দা করেছে।

English summary
CPIM condemn and tribal-based parties in Tripura demand inquiry into police firing at Madhavbari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X