For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রীর লিখিত বক্তব্য পাঠের ভিডিও শুনলে হেসেই খুন হবেন! চরম বিড়ম্বনায় কংগ্রেস

প্রজাতন্ত্র দিবসে মন্ত্রীকে নিয়ে বিড়ম্বনায় পড়ল মধ্যপ্রদেশে কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসের মঞ্চে পতাকা উত্তোলন করার পর এক লাইন লিখিত বক্তব্যও পড়তে পারলেন না মন্ত্রী ইমারতী দেবী।

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে মন্ত্রীকে নিয়ে বিড়ম্বনায় পড়ল মধ্যপ্রদেশে কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসের মঞ্চে পতাকা উত্তোলন করার পর এক লাইন লিখিত বক্তব্যও পড়তে পারলেন না মন্ত্রী ইমারতী দেবী। বক্তৃতা পাঠ শুরু করতেই বিড়ম্বনা। কোনওরকমে ভাঙা ভাঙা উচ্চারণ করলেন দু-একটা শব্দ। তারপরই আটকে গেলেন এবং বাধ্য হলেন ডায়াস থেকে নামতে।

লিখিত বক্তব্যে হোঁচট মন্ত্রীর

কয়েককটি শব্দ বলার পরই লিখিত বক্তব্য পাঠ বন্ধ করে দেন মন্ত্রী ইমারতি দেবী। তারপর তিনি বলে ওঠেন, এবার বক্তব্য পাঠ করবেন জেলাশাসক। মন্ত্রীর এই বক্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল সোশাল মিডিয়ায়।

বক্তব্য পাঠ করতে না পেরে সাফাই

এরপর ইমারতি দেবী সাফাই গেয়ে জানান, তিনি দুদিন ধরে অসুস্থ। তাই পড়তে পারছিলেন না। তিনি এমনও বলেন, আমার কথার বিশ্বাস না হয়, চিকিৎসকদের সঙ্গেও আপনারা কথা বলে জানতে পারেন বিষয়টি। শারীরিক অসুস্থতার জন্যই তিনি নিজে না পড়তে পেরে জেলাশাসককে এগিয়ে দেন।

[আরও পড়ুন:প্রিয়ঙ্কাকে নিয়ে রাহুলের সিদ্ধান্ত স্বাগত! কারণ জানালেন মমতার ব্রিগেডে অংশ নেওয়া নেতা][আরও পড়ুন:প্রিয়ঙ্কাকে নিয়ে রাহুলের সিদ্ধান্ত স্বাগত! কারণ জানালেন মমতার ব্রিগেডে অংশ নেওয়া নেতা]

বিড়মধ্যপ্রদ্শে কংগ্রেস

বিড়মধ্যপ্রদ্শে কংগ্রেস

এর ফলে মধ্যপ্রদেশে কমলনাথ মন্ত্রিসভার নতুন মুখ ইমারতি দেবীকে নিয়ে বিড়ম্বনা পিছু ছাড়ল না কংগ্রেসকে। তিনবারের বিধায়ক ইমারতী দেবী, কেন লিখিত বক্তব্য পাঠ করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন: মোদীর ‘দরবার' মাত মমতার পরিকল্পনায়, কুচকাআওয়াজে থিমের প্রদর্শনীতে বড় চমক][আরও পড়ুন: মোদীর ‘দরবার' মাত মমতার পরিকল্পনায়, কুচকাআওয়াজে থিমের প্রদর্শনীতে বড় চমক]

শপথবাক্যেও হোঁচট

শপথবাক্যেও হোঁচট

ইমারতি দেবী ২০০৮ ও ২০১৩ সালের ২ বার নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি তিনবার বিধায়ক হলেন। এবার আবার মন্ত্রীও। কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন থেকেই তিনি গোলমাল পাকাতে শুরু করেছিলেন। শপথবাক্য পাঠ করতে গিয়েও তিনি হোঁচট খান বেশ কয়েকবার।

[আরও পড়ুন:মোদী না হলে পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে কে এগিয়ে! প্রকাশ করল মুড অফ দ্য নেশন পোল][আরও পড়ুন:মোদী না হলে পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে কে এগিয়ে! প্রকাশ করল মুড অফ দ্য নেশন পোল]

English summary
Congress Minister fails to read republic day speech at Madhya Pradesh. She calls collector not to read the speech,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X