For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিল: মোদী সরকার পড়তে চলেছে মুসলিম লিগের চ্যালেঞ্জের মুখে

একদিকে যখন অসম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্য জ্বলছে, তখন দিল্লির সংসদের দুটি কক্ষেই পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যখন অসম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্য জ্বলছে, তখন দিল্লির সংসদের দুটি কক্ষেই পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিল ১১ ডিসেম্বর রাজ্যসভাতে পেশ করার পর আলোচনা, বিতর্কের শেষে ভোট হয়। আর সেই ভোট অঙ্কেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার এই বিল পাশ করতে সমর্থ হয়। তবে বিল পাশের পর তা আইনে পরিণত হতে এখনও অনেক সময় বাকি। আর তার মাঝেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে চলেছে একাধিক শিবির।

ইন্ডিয়ান মুসলিম লিগ শীর্ষ আদালতের দ্বারস্থ

ইন্ডিয়ান মুসলিম লিগ শীর্ষ আদালতের দ্বারস্থ

নাগরিকত্ব সংশোধনী বিল প্রথমবারের জন্য আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ইন্ডিয়ান মুসলিম লিগ ঘিরে। লিগের সাংসদরা সমবেতভাবে এবার শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করতে চলেছেন।

 জামিয়ত ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ

জামিয়ত ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ

জমিয়ত-উলেমা-এ-হিন্দের তরফেও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন নেতারা। তাঁদের দাবি, যে বিল সংসদে পাস হয়েছে তা ভারতীয় সংবিধানের পরিপন্থী । এই বিল যাতে আইনে কার্যকরী না হয়, তার জন্য তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।

বিলে কী বলা হয়েছে?

বিলে কী বলা হয়েছে?

মূলত, নাগরিকত্ব সংশোধনী বিলে সাফ বলা রয়েছে যে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আগত অত্যাচারিত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হতে পারে ভারতে । তবে এক্ষেত্রেও রয়েছে কয়েকটি শর্ত। যার মধ্যে অন্যতম হল, হিন্দু, বৌদ্ধ,শিখ, খ্রিস্টান, পার্শি,জৈন শরণার্থীরাই পাবেন এদেশে আশ্রয়।

 জ্বলছে উত্তরপূর্ব

জ্বলছে উত্তরপূর্ব

দিল্লির সংসদে যখন এই বিল নিয়ে আলোচনা চলছে, তখন অসম সহ গোটা উত্তরপূর্ব জ্বলেছে বিক্ষোভের আগুনে। সেখানের মানুষের দাবি, এই বিল কার্যকরী হলে 'বহিরাগত'রা অবাধে ঢুকে যেতে পারবে উত্তরপূর্বে। যার ফলে অসমের মানুষের জীবন জীবিকায় টান পড়বে। নষ্ট হবে উত্তরপূর্বের মানুষের সংস্কৃতি।

'CAB নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই’, বার্তা প্রধানমন্ত্রী মোদীর'CAB নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই’, বার্তা প্রধানমন্ত্রী মোদীর

English summary
Citizenship amendment bill 2019 : Indian Muslim league MPs to file writ petition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X