For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chief Economic Adviser-এর পদ ছাড়লেন KV Subramanian! বুদ্ধিমত্তার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার (Chief Economic Adviser, CEA) পদ ছাড়লেন কে ভি সুব্রমনিয়াম (KV Subramanian)। আজ শুক্রবার দেশের গুরুত্বপূর্ণ এই পদ থেকে ইস্ফা দিয়েছেন তিনি। সুব্রমনিয়ামের ইস্তফা মোদী সরকারের বড়সড় ধাক্কা হিসা

  • |
Google Oneindia Bengali News

দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার (Chief Economic Adviser, CEA) পদ ছাড়লেন কে ভি সুব্রমনিয়াম (KV Subramanian)। আজ শুক্রবার দেশের গুরুত্বপূর্ণ এই পদ থেকে ইস্ফা দিয়েছেন তিনি। সুব্রমনিয়ামের ইস্তফা মোদী সরকারের বড়সড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে।

পদ ছাড়লেন KV Subramanian

তবে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই টুইট করেছেন কে ভি সুব্রমনিয়াম। সেখানে তিনি লিখেছেন যে, আমার কাজের তিন বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর তা হতেই ফের একবার পড়াশুনার জগতে ফিরে যেতে চাই। তবে এই সময়কালে দেশের সেবা করতে পারায় নিজেকে একজন পরম সৌভগ্যবান বলে টুইট সুব্রমনিয়ামের।

তবে তাঁর কাজের সমর্থন তিনি সবসময় পেয়েছেন বলেও দাবি করেছেন।

কে ভি সুব্রমনিয়াম (KV Subramanian) তাঁর সম্পূর্ণ বক্তব্য টুইটারে টুইট করেছেন। এবং পিএমও ইন্ডিয়া, প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ট্যাগ করেছেন। তবে প্রশ্ন উঠছে, শুধুমাত্র পড়াশুনার জগতে ফিরে জেতেই কি দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা দিলেন কে ভি সুব্রমনিয়াম? নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? উঠতে শুরু করেছে সেই সেই প্রশ্ন।

যদিও এখনও সরকারের তরফে এই বিষয়ে কোনও স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, ের আগে একাধিক ব্যক্তি অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা সরে গিয়েছে। আর সেই তালিকাতে নয়া যোগ কে ভি সুব্রমনিয়াম। তবে এই বিষয়ে জল্পনা রয়েছে এখনও।

কে ভি সুব্রমনিয়াম তাঁর বয়ানে জানিয়েছেন যে, প্রত্যেকদিন যখন কাজের জন্যে নর্থ ব্লকে গিয়েছি, যথেষ্ট গৌরব এবং সম্মান অনুভুব করেছি। শুধু তাই নয়, আমার উপর থাকা দায়িত্ব পালন করার জন্যে সবরমম চেষ্টা চালিয়ে গিয়েছি। অন্যদিকে কে ভি সুব্রমনিয়ামকে তাঁর কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইটারে দেওয়া বক্তব্যকে রিটুইট করে প্রধানমন্ত্রী লিখছেন, তাঁর বুদ্ধিমত্তা, অর্থনীতি নিয়ে দৃষ্টিভঙ্গি প্রশংসার যোগ্য। যেভাবে সমস্ত কিছু সামলেছেন তিনি সেটাকেই কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামীদিনের জন্যে কে ভি সুব্রমনিয়ামকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

আইআইটি কানপুর এবং আইআইএম কলকাতা ছাত্র কে ভি সুব্রমনিয়াম (KV Subramanian)। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসে প্রফেসার হিসাবে কাজ করতেন তিনি। যদিও ২০১৮ সালে Chief Economic Adviser হিসাবে তাঁর কাজ শুরু করেন কে ভি সুব্রমনিয়াম। যদিও বেশ কিছুদিন ধরে খালি ছিল ওই পদ।

অরবিন্দ সুব্রমন্যম এই পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন। এরপর প্রায় পাঁচ মাস পর ২০১৮ সালে দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে বসেন কে ভি সুব্রমনিয়াম। এরপর টানা ওই পদে কাজ চালইয়ে গিয়েছেন তিনি।

English summary
Chief Economic Adviser K V Subramanian will step down, Modi praised him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X